বিয়ের পর প্রথম ঈদ দুই জনের জন্যই অন্যরকম দ্বায়িত্বের ও আনন্দেরও! আশা করছি দুইজনই নিজ নিজ কর্ম ভালোভাবেই পালন করতে সক্ষম হবেন। আর আত্মীয়দের মাঝে সেমাই, চিনি নানা দ্রব্য বিতরণ করার বিষয় টিও বেশ চমৎকার একটা ব্যাপার। আনন্দ ভাগ করে নেয়ার চাইতে খুশির বিষয় আর কি হতে পারে!