লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @torikul001|||| ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য|||

আসসালামুআলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের দোয়ায়। আমি দুইদিন ক্লাস করেছি লেভেল ওয়ানে সামনে আমার ভাইবা তাই রিটেন দিতে এসেছি সবাই দোয়া করবেন আমার জন্য। শুভেচ্ছা রইল সবার জন্য

IMG_20220107_200001_589.jpg

ব্লকচেইন কী?

ব্লকচেইন হল তথ্য সংগ্রহের সম্পূর্ণ নতুন পদ্ধতি। প্রতিটি ব্লকের নির্দিষ্ট সংখ্যায় তথ্য সংগ্রহ করতে পারে। একটি ব্লক এর ধারণক্ষমতা শেষ হবার সাথে সাথে সেটি বন্ধ হয়ে যায়। সাথে সাথে নতুন একটি ব্লগ খুলে যায়। প্রতিটি ব্লগ একত্রিত হয়ে একটি চেইনের মত আকার লাভ করে। সেটা ব্লকচেইন।

স্পামিং এর আওতায় পড়ে যেগুলোঃ

স্পাম্পিং বলতে সাধারণত আমি যা বুঝি সেটা হলো। একই জিনিস বারবার ব্যবহার করা।

স্পাম্পিং এর কিছু ধারাঃ

১। একুই লেখা আপনি বারবার ঘুরিয়ে পেচিয়ে লেখার চেষ্টা করছেন সেটাই স্প্যামিংয়ের আওতায়।

২। একই ট্যাগ আপনি বারবার ব্যবহার করে। আপনি স্প্যামিংয়ের আওতায় পড়বেন।

৩। একই ছবি আপনি বারবার ব্যবহার করে স্প্যামিংয়ের এর আওতায় পড়বেন।

৪। বারবার আপনি একই কমেন্ট করে স্প্যামিংয়ের এর আওতায় পড়বেন।

৫। আপনি যখন পোস্ট করেন তখন একই ব্যক্তিকে বারবার পোষ্টের মাধ্যমে মেনশন করছেন তখন কিন্তু সেটা ইস্পামপিং চলে যায়।

কমিউনিটিতে কি ভাবে ঢুকবেন?

Screenshot_20220106-143431_1.png

Screenshot_20220107-113051_1.png

Screenshot_20220107-193805.png

ফটো কঁপিরাইটঃ

ফটো কঁপিরাইট বলতে অনলাইন থেকে যে ফটো গুলো আছে সেগুলো যদি আমি ডাউনলোড করে। পোস্ট করি তাহলে কপিরাইট এর আওতায় পড়বে।

তিনটি ওয়েবসাইট আছে যেখান থেকে ছবি নিলে কপিরাইট এর আওতায় পড়বে না।
যেমনঃ

https://pixabay.com
https://www.pexels.com/
https://www.freeimages.com

কি কারণে ট্যাগ ব্যবহার করা হয়ঃ

ট্যাগ ব্যবহার এজন্য করতে হয় যে। আমি যে পোস্টটি করছি সেটা খুব সহজেই খুঁজে পাওয়ার জন্য আমরা ট্যাগ ব্যবহার করে থাকি।

যদি আমি রেসিপি সম্পর্কে পোস্ট সাজিয়ে থাকি তাহলে ঠিক রেসিপির সাথে তাল মিলিয়ে কিন্তু আমার ট্যাগ ব্যবহার করতে হবে এবং যদি আমি ট্রাভেল সম্পর্কে পোস্ট সাজিয়ে থাকি তাহলে ট্রাভেলের সাথে মিলিয়ে ট্যাগ ব্যবহার করতে হবে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যে বিষয়ের উপর পোস্ট লেখা যাবেনা।

১। ধর্ম নিয়ে কোন পোস্ট লেখা যাবে না।
২। কূটনীতিক মুলক ও হিংসা নিয়ে পোস্ট করা যাবে না।
৩। রাজনৈতিক সমর্পকে কোন পোস্ট করা যাবে না।
৪। ভয়ানক কোন বিষয় নিয়ে যেমনঃ একজন ইউজার ভয়পেতে পারে এমন কিছু।

৫। গরু মাংস রেসিপি
৬। শুকুরের মাংস

এইগুলো সব সময় বর্জন করে চলব।

আমরা যদি এগুলোর মধ্যে ব্যবহার করি তাহলে NSFW

Note safe for work এই ট্যাগ ব্যবহার করতে হবে।

প্লাগারিজম সম্পর্কেঃ

অন্য একজন লেখক এর লেখা আপনি হুবহু কপি করে নিয়ে এসে নিজের লেখা বলে চালিয়ে দিলেন এটাই হলো প্লাগারিজম।

বিভিন্ন ভাবে ঘুরিয়ে-পেঁচিয়ে নিজের লেখা বলে আপনি দাবি করে ফেলেন আসলে সেটা নয় এই গল্পটি আপনি নিজে পড়তে পারেন। এবার আপনার অভিজ্ঞতা থেকে ৭০% থাকতে হবে। বাকি ৩০% সোর্স ব্যবহার করতে হবে।

re-write আর্টিকেল কাকে বলে?

আমি নিজে একটা গল্প পড়ে সেই গল্পটা নিজের অভিজ্ঞতা থেকে পুনরায় লিখতে পারছি বা বলতে পারছি সেটাই হলো রি-রাইটআর্টিকেল।

লেখাটি ৭৫% আপনার নিজের হতে হবে এবং বাকি ২৫% আপনাকে নিতে সোর্স ব্যবহার করতে হবে

বাংলা ভাষায় ছাড়া অন্য যে কোন ভাষায় আপনি পোস্ট তৈরী করতে পারবেন না।

ম্যাক্রো পোস্টঃ

১০০ এর কম লেখাকে ম্যাক্রো পোষ্ট একটি কমিউনিটিতে আমি নিজে পোস্ট করেছি সেটা যদি আবার অন্য কমিটিতে ওই একই পোস্ট ছেড়ে দেই। তাহলে এটা ম্যাক্রো পোস্ট হবে তাই এটা করা থেকে বিরত থাকব।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ ২৮৮টি পোস্ট করতে পারে কিন্তু
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ৩ পোস্ট করা যাবে

Screenshot_20211227-125547_1.png

প্রথমে আপনি একটা বাউজার ওপেন করবেন। এবং সেখানে গিয়ে steemit.com লিখবেন তারপর ইস্টিমেট এর লাইনে ঢুকে যাবে এবং সেখানে গিয়ে ডান পাশে ৩ টা দাগ থাকবে। সেখানে ক্লিক করতে হবে। আপনার আইডি লগইন করবেন।

কলমের মতো একটি অপশন দেখতে পাবেন। আপনি সেখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন ছবিতে মার্ক করে দেয়া আছে।

Screenshot_20211227-125804_1.png

আপনি যে সম্পর্কে পোস্ট লিখবেন। সেটার টাইটেল এই টিক চিহ্ন যে ঘরটি এখানে দেওয়া আছে এখানে লিখতে হবে।

Screenshot_20211227-125822_1.png

যে গল্পটি লিখবেন এবং ছবি গুলা দিবেন সবগুলাই এই বডিতে টিক চিহ্ন দেওয়া আছে। এই ঘরের ভিতরে লিখতে হবে।

Screenshot_20211227-125849_1.png

আপনি যেখানে সিলেক্ট করে ছবিগুলো আপলোড করতে পারবেন সেই জায়গাটি দেখানো হয়েছে টিক চিহ্ন দিয়ে।

Screenshot_20211227-125913_1.png

পোষ্টটি খুব সহজেই খুঁজে পাওয়ার জন্য আমরা ট্যাগ ব্যবহার করে থাকি এবং টিক চিহ্ন দেওয়া ঘরটি হলো ট্যাগ ব্যবহার করার জায়গা

Screenshot_20211227-125930_1.png

বেনিফিশিয়ারি দেয়ার জন্য আপনাকে এডভান্স সেটিং এ যেতে হবে। সেখানে গিয়ে আপনি যত পারবেন তা বেনিফিশিয়ারি দেবেন। সেখানে থেকে চলে আসতে হবে।

Screenshot_20211227-125945_1.png

সর্বশেষ অপশনটা হলো আমার পোস্ট এখানে ক্লিক করলে আমার পোস্ট হয়ে যাবে।

Sort:  
 3 years ago 

লেবেল ওয়ান পরীক্ষায় আপনাকে স্বাগতম। এই পরীক্ষায় আপনি ব্লকচেইন থেকে শুরু করে স্টিমিট এর বেসিক নিয়ম গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পোষ্টটি পড়ে আমার অনেক ভালো লাগলো আপনি অনেক গুছিয়ে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনার স্টিমিট জার্নি শুভ হোক।

আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

লেভেল ওয়ান হতে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন যা আপনার জন্য প্রয়োজন। আপনার জন্য শুভ কামনা রইলী এগিয়ে যান।

 3 years ago 

আপনি লেভেল ১ এর লিখিত পরীক্ষাটি খুব সুন্দর করে দিয়েছেন।দেখে বোঝা যাচ্ছে যে আপনি ক্লাস গুলো খুব ভালো করে করেছেন।শুভ কামনা রইল আপনার পরবর্তী লেভেল এর জন্য।