You are viewing a single comment's thread from:

RE: এক গুচ্ছ অণুকবিতা "হারিয়ে পাওয়া"

সেই যে আমার চোখের তারা
জ্বলেই যাচ্ছে সারা বেলা।
নিভু নিভু করছে তারা,
নিভতে দেব না কোন বেলা,
নীল সায়রে ।

যতদিন বাঁচব আমি,
তারা টিকেও রাখব আমি।
আঁকড়ে ধরে রাখব তাকে
শিকড় যেমন আঁকড়ে থাকে,
মাটির গভীরে ।

এই দুটি অনু কবিতা খুবই ভালো লাগছে আমার কাছে৷ আমি কবিতার ছন্দ মিলাতে পারি না 😔। তাই অন্যের লেখা কবিতা পড়ে নিজের না পাওয়া কাজটি ভুলে থাকি 😐।