লাইফ স্টাইল :- মেলাতে গিয়ে কিছু সময় কাটানোর অনুভূতি।

in আমার বাংলা ব্লগlast month
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। বেশ কয়েকদিন আগে একটা গ্রামে মেলা বসেছিল, সেই মেলায় গিয়েছিলাম। প্রতিবছরে সেখানে মেলা বসে। এই গ্রামের নাম বাউট। এই মেলার জন্য এই গ্রামটা বেশ ঐতিহ্যবাহী সুনাম অর্জন করেছে। প্রতিবছর এখানে বিশাল মেলা হয়ে থাকে আর এখানে বিভিন্ন প্রকারের জিনিস আসে। আর এসব জিনিস গুলো ক্রয় করার জন্য মানুষের ভিড় জমে উপচে পড়া মতো। যাই হোক সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...

<div class="text-justifyমেলাতে বিভিন্ন প্রকারের জিনিস পাওয়া যায়। তবে এর মধ্যে সবচেয়ে বেশি জিনিস পাওয়া যায় ছোট বাচ্চাদের এবং মেয়েদের জিনিসপত্র। আমি এর আগেই ছেলের জন্য যেসব জিনিসগুলো কিনেছিলাম তার কিছু বিবরণ দিয়েছিলাম। আজকে যাকে আমি সাথে নিয়ে গেছিলাম তার জন্য বেশ কিছু জিনিস কিনেছিলাম এবং সেইগুলো বিবরণ আজকে আমি দেবো। প্রত্যেকটা মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস থাকে। আর সেসব জিনিস কেনার জন্য অনেক ঘুরতে হয়েছিল আমার ঐদিন। সবচেয়ে বড় কথা মেয়েদের হঠাৎ করে কোন জিনিস পছন্দ হয় না। অনেক দেখেশুনে তারা জিনিস ক্রয় করে থাকে। ঘুরতে ঘুরতে এক চাচার দোকানে এসছিলাম। চাচা কিছু জিনিসের নাম বললাম। চাষার দোকানে বহু জিনিস রয়েছে কিন্তু চাচা কোকোটাই বলে দিল যে সেই জিনিসটা নেই তার কাছে। এছাড়াও আরো অনেক কিছু দেখতে লাগলাম। তবে একটা বিষয় মেলাতে জিনিসের দাম অনেক বেশি।


<div class="text-justifyসেখানে না পাওয়ার কারণে আমি পুনরায় অন্য একটি দোকানে গেলাম। অনেক ভিড় ছিল সেখানে। মেয়েদের সংখ্যা বেশি ছিল বলে তাদের ফটোগ্রাফি আমি করি নাই। পাশ থেকে বিকৃত জিনিসের কিছু ফটোগ্রাফি করেছি। সেখানে বেশ ভালো ভালো জিনিস ছিল। তার মধ্যে তার পাওয়া একটা জিনিস ক্রয় করলাম। আসলে আমি সে যাই কিনেছিল তার নাম জানিনা বলেই বলতে পারছিনা। অবশ্য জিজ্ঞাসাও করি নাই আসলে সে কি কিনতে চাচ্ছিলেন সে কি কিনলো। মেয়েরা অনেক কিছু কিনে থাকে কিন্তু তার নাম ছেলেদের জানা নেই। তবে ঠিকই মানিব্যাগ থেকে বেশ কিছু টাকা খসে পড়লো। জিনিসের নাম জানা থাকুক বা না থাকুক কত টাকা ফুরায় সেটা বেশ ভালোই বুঝতে পারি। যা হোক তার পছন্দের জিনিসটা কিনতে পেরে সেও খুশি আমিও তার খুশিতে খুশি।


<div class="text-justifyএরপর আমরা আবারও অন্য একটি দোকানে গেলাম। সেখানে বেশ কিছু গলার চেইন এবং হাতের আংটি দেখতে পেলাম। মেয়েদের চুলে দেওয়ার জন্য কি যেন বলে ব্যান্ড সেগুলো দেখলাম। এক কথায় উনি যেসব জিনিসগুলো এনেছে বেশ দেখার মত এবং মানসম্মত। সেখান থেকে অনেক গুলো জিনিস করাই করলাম। সেখানে যা কিনেছিলাম তাতে একটি লাল নোট ফুরিয়ে গেল। আসলে মেয়েদেরকে এ ধরনের মেলাতে নিয়ে গেলে বারবার শুধু মানিব্যাগের দিকে তাকাতে হয়। আর মনে মনে শুধু ভাবতে হয় আর কিছু না নিলেই হয়। ভেবে তো কিছু করার নাই তারা তো নিবেই। যতক্ষণ মানিব্যাগ থাকা না হবে ততক্ষণ তারা চাইতেই থাকবে। তবে সেখানে ছোটখাটো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করা আমাদের শেষ। এরপর সেখান থেকে আমরা অন্যত্র চলে গেলাম।


<div class="text-justifyমেয়েরা সব সময় ফার্নিচারের দিকে আকর্ষণ বেশি। সেখানে বেশ সহজলভ্য বেশ সুন্দর সুন্দর ফার্নিচার এসেছিল। বলল সেখানে যেতে, কি আর করার বলেন যখন হোম মিনিস্টার কিছু বলে তখন তো শুনতেই হয়। চলে গেলাম সেখানে বেশ সুন্দর সুন্দর জিনিস। চেয়ার টেবিল ড্রেসিং খাট ডাইনিং টেবিল সবগুলাই বেশ সুন্দর লাগছিল। যদিও আমার নেয়ার ইচ্ছা ছিল না। তারপরও নেয়ার জন্য একটু জোর করছিল কিন্তু পরে নেয়া হয়নি। আসলে হঠাৎ করে সেখানে গিয়েছিলাম। কোথাও হঠাৎ করে গেলে মানুষ যে কোন অবস্থাতেই চলে যায়। আর এই মেলাটি অনেক বড়। সব জায়গায় ঘুরেছি খেয়েছি অনেক কিছু কিনেছি নিজের কাছে আর কত কিছু থাকে বলেন। তবে একটা কথা না বললেই নয় ওখানে আমরা যতক্ষণ উপস্থিত ছিলাম খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল। চারিদিকে পরিবেশটা ছিল খুবই সুন্দর। মানুষের আনাগোনাও ছিল অনেক বেশি। তবে সর্বোপরি খুবই সুন্দর সময় কাটিয়েছিলাম।


ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন https://w3w.co/scorched.plants.jagged


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

মেলা ভ্রমন করতে আমিও খুব পছন্দ করি ভাইজান। কারণ এখানে বিভিন্ন প্রকার জিনিস দেখতে পাওয়া যায়। প্রয়োজনীয় জিনিস সহ অন্যান্য জিনিসের দেখা মেলে। খুবই ভালো লাগলো আপনার মেলা ভ্রমন দেখে। সুন্দর উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

ছেলেরা তো মার্কেটে প্রবেশ করালে কোন রকম একটি দোকান থেকে কেনাকাটা শেষ করেই দিতে পারলেই ভালো হয়। কিন্তু মেয়েরা যাচাই বাছাই করে একটু সুন্দর জিনিস কিনতে চাই সেটা মন্দ কীসের? ভাবির জন্য খুব সুন্দর সুন্দর জিনিস কিনলেন মেলা থেকে। আর ফার্নিচারের ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর ফার্নিচার এসেছে মেলাতে। আপনার ব্লগ পড়ে অনেক ভালো লাগলো।

 last month 

আপনি ঠিক বলেছেন, কোন জিনিস কিনলে একটু দেখেশুনে কেনাটাই ভালো। তবে একটা কথা কি জানেন আপু, দামদর করাটা আমার খুব বিরক্ত লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

মেলায় গিয়ে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। মেলায় ঘুরাঘুরি করতে কম বেশি সবাই পছন্দ করে। আর আমি তো খুবই ভালোবাসি এই মেলায় গিয়ে ঘুরতে। মেলায় দেখছি অনেক রকমের জিনিসপত্রের দোকান আর ফার্নিচারের দোকানও রয়েছে। মেলায় মানুষ অনেক বেশি কেনাকাটাও করে। বিশেষ করে মেয়েরা, কারণ মেলায় মেয়েদের জিনিস সব থেকে বেশি পাওয়া যায়। মেলায় গিয়ে যদি কেনাকাটাই না করা হয়, তাহলে মেলায় গিয়ে তো মজাই লাগেনা। আপু তাহলে অনেক কিছুই কিনেছিল। আপনাদের ঘুরাঘুরি করার মুহূর্তটা সুন্দরভাবে ভাগ করে নিলেন। ধন্যবাদ এটার জন্য।

 last month 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

অনেক সুন্দর একটা মেলা বসেছে। মেলায় কিন্তু ঘুরতে গেলে ভালো লাগে। বিশেষ করে মেলায় কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে। তবে এটা ঠিক মেলা থেকে মেয়েরা প্রচুর কেনাকাটা করে। বিশেষ করে প্রয়োজনীয় জিনিসগুলো। আর কসমেটিকসের জিনিস তো অবশ্যই থাকে কেনাকাটার মধ্যে। যেহেতু ভাবিকে নিয়ে মেলায় গিয়েছিলেন, উনি অনেক কেনাকাটা করেছিল এটা তো আপনার কথা শুনেই বুঝলাম। মেলায় মানুষের আনাগোনা না হলে তো একেবারেই ভালো লাগেনা।

 last month 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

মেলায় গিয়ে খুবই সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন এবং সেখানে গিয়ে আপনি অনেক মজা করেছেন দেখছি৷ তা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে। একইসাথে আপনি ফটোগ্রাফির মাধ্যমে সবগুলোই আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 last month 

মেলাতে আসলেই ভাই অনেক মজা করেছি। বিভিন্ন প্রকারের জিনিস ক্রয় বিক্রয় খেলনা পাতি মানুষের কেনা বেচা এবং তাদের সবকিছু মিলেই মেলা মানেই আনন্দ। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

খুব ভালো লাগলো আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি অনুভূতি দেখে।

 last month 

মেলায় ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। মেলায় গিয়ে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে।বিশেষ করে মেলায় গিয়ে কেনাকাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। মেলায় গিয়ে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন দেখে বোঝা যাচ্ছে।তবে মেয়েরা মেলায় গেলে প্রচুর কেনাকাটা করে।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 29 days ago 

সত্যি মেলায় গিয়ে বেশ সুন্দর মুহূর্ত কাটানো যায়। তবে অবশ্যই বন্ধুদের সাথে যেতে হবে কোন মেয়েদের সাথে নয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 29 days ago 

জ্বি ভাই একদম কথা বলেছেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 71315.89
ETH 3677.54
USDT 1.00
SBD 3.76