ফটোগ্রাফি: আমার তোলা ছবি।
চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি।
১ নং ছবি।।।
প্রথম ছবি তে দেখতে পাচ্ছেন অনেক গুলো সাদা রং এর সুন্দর ফুল। এই ফুল গুলো কে কসমস ফুল বলে মনে হয়। এগুলো দেখতে অনেক সুন্দর ছিলো।এর সাদা রং যেন অন্য রকম এর সৌন্দর্য প্রকাশ করে।
২ নং ছবি।।।

এই ছবি তে দেখতে পাচ্ছেন গাদা ফুল। এই ফুল টি সব জায়গায় চোখে পড়ে। এটি সচারাচর পাওয়া গেলেও এর সৌন্দর্য কিন্তু কম নয়। এটির গন্ধ ও আমার অনেক ভালো লাগে। আর এর উপর যখন বৃষ্টির পানি টলমল করছিলো সেটি দেখতে আমার অনেক ভালো লেগেছিলো।
৩ নং ছবি।।।
এগুলো হচ্ছে জবা ফুল। জবা ফুল জানতাম শুধু লাল রঙের হয়। তবে এর আরো অনেক রং আছে। এই জবা ফুল এর রং ছিলো হালকা গোলাপি। যার উপর সূর্যের আলো পরে চকমক করছিলো। জবা ফুল গুলো অনেক সুন্দর ছিলো।
৪ নং ছবি।।।
এটি আসলে ফুল না মুকুল আমি জানি না। তবে এটি দেখতে অনেক সুন্দর ছিলো। পুরো গাছ টি এমন ছোট ছোট ফুল এ ভরে ছিলো। আমি গাছের নাম ও জানি না।
৫ নং ছবি।।।
এই ফুল টির ও নাম জানি না, তবে দেখতে কসমস ফুল এর মতো। আর এটি দেখতে অনেক সুন্দর। তবে এটি কোন জীবন্ত ফুল নয়। এটি ছিলো প্লাস্টিকের তৈরি। এই ফুল গুলো ঘরের শোভা বর্ধন করে।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Device :xawmi MT 9i
location




Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। কসমস ফুল আমার খুব পছন্দের। ভালো লাগলো আপনার আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। জবা ফুল এখন অনেক রঙের দেখা যায়। সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।