মামার অফিস এর রাস্তা চেনা
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।
গত দুইদিন ধরে শুনছি আমার ছোট দীদা আসবে।কারন সে স্কুল টিচার ডিসেম্বর মাস এখন ছুটি তাই তার বড় ভাইপোর বাড়ি বেড়াতে আসবে। এখন দীদা আসবে বৃহস্পতিবার ঐ দিন মামার অফিস, মামী ও ব্যাস্ত দীদা কে আনতে যাবে কে।
তাই বৃহস্পতিবার সকাল ৭ টায় মামার সাথে বের হলাম।
প্রথম এ দেখলাম কাঁচা বাজার তারপর দেখলাম দীদা কোথায় নামবে সেই জায়গা । এরপর এয়ারপোর্টের সামনে থেকে বাসে উঠলাম, মামা বললো সব ভালো ভাবে দেখে নে।বাস থেকে নামলাম জসিমউদ্দীন। পপুলার ডাইগোনেস্টিক এর সামনে।
এরপর মামার অফিস দেখে মামা আবার গাড়িতে তুলে দিলো।
আমি একটু ভয় পাচ্ছিলাম এসে এয়ারপোর্টে নামলাম সেখান থেকে , বাসায় আসলাম।মামা এই পনেরো মিনিট সময় যে কতবার ফোন দিসে যে ঠিকমতো পৌঁছালাম কিনা।
এরপর দেড়টার সময় দীদা স্টেশন নামলো আমি গিয়ে দীদা কে বাসায় আনলাম।
তারপর মামি ২৫০০ টাকা হাতে দিয়ে বললো কাঁচা বাজার করতে। অনেক ভয়ে ভয়ে বাজার করলাম।
এভাবে ঢাকা শহর এর একটু কিছু চিনলাম। মামা বললো সময় পেলে আর ও অনেক জায়গা ঘুরে চেনাবে।
আমি ও অপেক্ষাতে রইলাম।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে ।
Upvoted! Thank you for supporting witness @jswit.