কি বলি বলুন তো !
এমন অসাধারন লেখার হাত আপনার। আগুন ছোঁয়া কবিতা। বার তিনেক পড়লাম এটা। সংগ্রহে রাখার মতই জিনিষ। দুটো লাইন বড্ড মন ছুঁয়ে গেল
"বড্ড আদুরে গলায়,
একটু আদর করবে ? ভালোবাসবে আমায় "
আরেক প্রিয় কবির আরো একটা এরকম খুন খারাপি লাইন ছিল -
শুধু দু আঙ্গুলে নুন তোলার মত করে দিও ভালোবাসা
শুধু ভালোবাসা দিও প্রিয়জন...
আহা। দারুন লিখেছেন। মন ভরে গেছে দাদা।
Thank You for sharing Your insights...