You are viewing a single comment's thread from:

RE: আলোকচিত্র : শান্তিনিকেতনে কিছুদিন -০৯

in আমার বাংলা ব্লগ4 years ago

বহুরুপি :D :D :D

কতদিন পর দেখলাম , খুব ছোট বেলা গ্রামের বাড়িতে আসতো পুরো ১৫ দিন ধরে, শেষ দিন প্রভু শ্রী রাম অথবা রাবন সাজতো , সেদিন ঠাকুমা দেখতাম একটা প্রণাম করে চাল আলু দিতেন। ঠাকুমা বলতেন অতিথি নারায়ন, কখন কে কার ছদ্দবেশে আসে কেউ জানে না।
তবে আমার ভালো লাগলো রাক্ষস সাজটা, ইউনিক এবং এপিক। ওর পেছনে পেছনে ছুটে ছুটে গোটা পাড়া ঘুরতাম কয়েকদিন ধরে। সে এক অন্য মজা। স্মৃতি ফিরিয়ে দিলেন সেসবের।

আর বোলপুরের ব্যাপারে কি বলি, অনন্য একটা যায়গা তবে ভুল করে সোনাঝুড়ির হাটে কিছু কেনাকাটা করবেন না প্লীজ, কিডনি খুলে দিলেও দেখবেন ২০০ টাকা কম হচ্চে। বোলপুর বাজারে কেনাকাটা করুন একই জিনিষ পাবেন অনেক সস্তায়।

ঘুরতে থাকুন। ভালো থাকুন।

Sort:  

Thank You for sharing Your insights...