You are viewing a single comment's thread from:

RE: আমার জীবনের কিছু প্যারানরমাল অভিজ্ঞতা : ঘটনা ০২

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আপনার স্বপ্ন নিয়ে বিস্তারিত বেশ কঠিন লাগলো। তারপরও অনেক কিছু জানতে পারলাম, বেশ ভালো লাগলো ।আর আপনার স্বপ্নটির কথা শুনেও বেশ অবাক লাগলো ।আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক সে রকমই ঘটনা ঘটেছিল ।আবার দাদা আমার মনে হয় এরকমও হতে পারে আপনি তখন অনেক ছোট ছিলেন। হয়তো ভোর রাতে আপনার ঘুম ভেঙে ছিল তখন এই ডাকাতির ঘটনা শুনেছিলেন, তারপর আবার ঘুমিয়ে পড়েছিলেন ।তারপর ঘুম থেকে উঠে আপনার মনে হয়েছিল যে আপনি স্বপ্ন দেখেছেন। যদিও এটা সম্পূর্ণই আমার মনের ধারণা থেকে বললাম।আবার আপনি স্বপ্নও দেখতে পারেন ।তাও হতে পারে।তবে খুবই আশ্চর্যের বিষয়।স্বপ্ন মিলে যাওয়াটা।স্বপ্ন সত্যি হওয়া কিন্তু খুবই ভয়ংকর।কারণ আমরা মাঝে মাঝে অনেক খারাপ স্বপ্ন দেখি।যাই হোক বেশ ভালো ছিল।