প্রথমেই সমরেশ মজুমদারের জন্য প্রার্থনা উনি যেন শান্তিতে থাকেন । আসলে আমাদের জীবনটা বড়ই ক্ষুদ্র । এই ক্ষুদ্র জীবনকে নিয়ে আমাদের সকলের কত চিন্তাভাবনা । আপনার লেখাটা পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো ।দুদিনের এই পৃথিবীতে আমাদের ভবিষ্যত গড়ার ব্যস্ততা সবার মধ্যেই দেখা যায় । তারপরেও কেউ থেমে নেই । একদিন সবাইকে মৃত্যুর কাছে হার মানতে হবে জেনেও সবাই অদ্ভুত প্রতিযোগিতায় মেতে উঠি আমরা । ধন্যবাদ আপনাকে ।