আজ পুকুরে মাছ ধরতে নামলাম এবং মাছ ধরে নিয়েও এলাম,

আসসালামু আলাইকুম আসসালাম, সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, মাছ ধরার দৃশ্য,
IMG_20210727_154910.jpg
আমি যখন পুকুরে নামলাম বিশাল আকারে একটা মাছ ধরলাম এবং আমি খুব আনন্দিত হলাম কতদিন হলো নিজের পুকুরের মাছ ধরে না আজ সুযোগ পেলাম আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিশাল আকারে একটা মাছ ধরে নিলাম, খুব ভালো লাগছিল তখনকার সময় টা আর সেই বিশাল আকারের মাছটার নাম হলো কাতলা মাছ, আর কিছু গুলো মাছ আমাদের পরিবারের জন্য রাখা হল
আর এই মাছগুলা রাখা হলো সেই মাছগুলোকে বাঘ করে শরিকদের কে দেওয়া হল আর বাকি মাসগুলো বাজারে নিয়ে বিক্রি করা হলো
,,#ভাগের মাছগুলো,,
IMG_20210727_154520.jpg

IMG_20210727_154435.jpg
সবাই অনেক খুশি হলো মাছ পেয়ে এবং অনেক মজা করে রান্না করে খেয়ে খুব সুস্বাদু পেলাম, নিজের পুকুরের মাছ স্বাদই আলাদা যা অতুলনীয়,
IMG_20210727_155925.jpg
,#এটা হল ওই মাছ,
রুই মাছটা সবাই পছন্দ করে এবং খেতেও অনেক মজা, রুই মাছকে কে কে খেতে ভালোবাসেন তাদের কে আমি দেখতে চাই কমেন্ট বক্সে যানিয়ে দিবেনা,

Sort:  

হাসি হাসি মুখ কিন্তু পরিচয় মূলক পোস্ট করা দরকার আগে। ধন্যবাদ ভাই

 3 years ago 

প্রথমে পরিচয়মুলক পোস্ট করুন।

 3 years ago 

ভাই প্রথমে আপনার পরিচিতমূলক একটি পোষ্ট করেন, আপনার সম্পর্কে আমাদেরকে জানান, যাতে আমরা আপনাকে ভেরিফাই করতে পারি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 63633.54
ETH 3477.74
USDT 1.00
SBD 2.54