জনপ্রিয় খাবার ফিশ বার-বি-কিউ এর রেসিপি

in Steem For Tradition2 years ago

"আসসালামু আলাইকুম"

প্রিয় স্টীমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ এর রহমতে সুস্থ ও ভালো আছি। আজকে আমি "স্টীম ফর ট্রাডিশন" কমিউনিটিতে সবার জনপ্রিয় একটি খাবার ফিশ বার-বি-কিউ এর রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবাই সাথেই থাকুন, চলুন এবার শুরু করা যাক।

IMG-20230316-WA0017.jpg
ফিশ বার-বি-কিউ

ফিশ বার-বি-কিউ বর্তমানে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ছোট থেকে বড় আমাদের সবারই খুব প্রিয় খাবার। আর আজকে আমি "তেলাপিয়া" মাছ এর বার-বি-কিউ এর রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মাছের বার-বি-কিউ অনেক সুস্বাদু।

ফিশ বার-বি-কিউ এর রেসিপি
উপকরণ
উপাদানপরিমাণ
তেলাপিয়া মাছ৬০০গ্রাম
হলুদ গুঁড়াপরিমাণ মতো
মরিচ গুড়াপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
মশলা গুড়া২/২.৫ চা চামচ
আদা বাটা১.৫ চা চামচ
রসুন বাটা৩ চা চামচ
জিরা গুড়া২.৫ চা চামচ
ধনিয়া গুড়া২.৫ চা চামচ
লেবুর রস১.৫ চা চামচ
গোল মরিচ গুড়া১.৫ চা চামচ
টক দই২.৫ চা চামচ
সরিষার তৈলপরিমাণ মতো
ধাপ - ০১
20210215_132823.jpg

আমাদের ফিশ বার-বি-কিউ করতে প্রথমে বাজার থেকে মাছ ক্রয় করে আনতে হবে। তারপর মাছগুলো ভালো ভাবে পরিষ্কার করতে হবে।


ধাপ - ০২
IMG20210513162910.jpg

মাছগুলোর বডিতে চাকু দিয়ে কাঁটা কাঁটা দাগ দিয়ে দিতে হবে যাতে মাছগুলোর ভিতরে ভালোভাবে মসলা ঢোকে। এখন মাছগুলো ভালোভাবে মসলা দিয়ে মেরিনেট করতে হবে। মেরিনেট করে ডিপ ফ্রিজে ১ থেকে ১.৩০ ঘন্টা রাখতে হবে।


ধাপ - ০৩
IMG20210513203923.jpg

এখন কাজ হচ্ছে কয়লার ব্যবস্থা করতে হবে। তারপর কয়লায় আগুন ধরিয়ে দিতে হবে। আপনারা ২ সাইটে ইট মাঝখানে কয়লা ও উপরে নেট দিয়ে বার-বি-কিউ করতে পারেন। কিন্তু আমি কাঁঠ দিয়ে একটি ফ্রেম বানিয়ে ২ সাইটে টিন দিয়ে উপরে নেট দিয়ে বার-বি-কিউ করার জন্য এটি বানিয়েছি।


ধাপ - ০৪
IMG20210513203936.jpg

এখন নেট এর উপর প্রথমে ভালোভাবে সরিষার তেল দিয়ে মাখাই নিতে হবে। তারপর মাছ দিয়ে দিতে হবে । এখন নির্দিষ্ট সময় নিয়ে হালকা হালকা করে তাপ দিতে হবে। যাতে মাছগুলো সুন্দর ভাবে সব সাইটে সমপরিমাণ তাপ লাগে। তাপ খুব বেশি ও দেওয়া যাবে না কম ও দেওয়া যাবে না একটি পরিমাণ মত দিতে হবে। নেট এর উপর মাছ দেওয়ার পর তাপ দিতে দিতে মাছ এর বডিতে সরিষার তেল মাখাই দিতে হবে মাঝে মাঝে।


ধাপ - ০৫
IMG20210513204054.jpg

সর্বোপরি মাছ এর এপাস-উপাস করে ভালো করে তাপ দিয়ে কার্য সম্পাদন করতে হবে। যাতে মাছ ভালোভাবে সিদ্ধ হয়।


ধাপ - ০৬
IMG20210513205650.jpg

এখন একটি পাত্রে ঢেলে নিয়ে নিতে হবে। এইবার টেস্ট করার পালা। অবশ্য খেতে সুস্বাদু হয়েছে।


ধন্যবাদ।
Sort:  
 2 years ago 

আপনি অসাধারণ একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন।নতুন মেম্বার হিসেবে আপনি যথেষ্ট ভাল পোস্ট পোষ্ট করেছেন। প্রত্যেকটি ধাপ অসাধারন ভাবে আপনি তুলে ধরেছেন। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ 💚

 2 years ago 

আপনি চমৎকার একটি বারবিকিউ এর রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। বারবিকিউ খেতে বেশ মজার হয়। প্রতি টি ধাপ সুন্দর করে আমাদের কাছে তুলে ধরেছেন। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

একা একা খেলে হবে ভাই, মাঝে মাঝে তো দাওয়াত দিতে পারেন, আমরাও খেতে পারি । আপনি বারবিকিউ নিয়ে সুন্দর লিখছেন, উপকরণ গুলো ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, অনেক সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর বারবিকিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

হবে একদিন ভাই😊

 2 years ago 

আপনি অনেক চমৎকার ভাবে তেলাপিয়া মাছ দিয়ে তৈরি ফিশ বারবিকিউ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করেছেন। উপকরণগুলোর বর্ণনা অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল ।আশা করি আগামীতেও আরো সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

জনপ্রিয় খাবার ফিশ বার-বি-কিউ এর রেসিপি নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্টি।তবে মাছের বার-বি-কিউ আমি কখনো খাইনি। সুন্দর একটি রেসিপির পোস্ট আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে লিখেছেন। অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

ফিশ বার্বিকিউ আমার অনেক পছন্দের খাবার ভাইয়া। আমি কই মাছের টা অনেক বার বানিয়েছি। কিন্তু তেলাপিয়া মাছের বানানো হয়নি কখনো। আপনার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থিত হয়েছে। আমার মতে যে কেউ চাইলে আপনার এই পোস্ট মেনে অনেক ভালো ভাবে বারবিকিউ করতে পারবে। ধন্যবাদ অনেক সুন্দর ভাবে আপনি রেসিপি শেয়ার করছেন।

 2 years ago 

ধন্যবাদ 💚

Loading...
 2 years ago 
ফিশ বারবিকিউ নিয়ে আপনি একটি দারুণ পোস্ট করেছেন। রেসিপিটি দেখতে বেশ সুন্দর লাগছে। আমার প্রিয় মাছ হলো তেলাপিয়া মাছ।তাই দেখেই খেতে ইচ্ছে করছে।ফিশ বারবিকিউ কখনও খাওয়া হয়নি।দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালই হবে।রান্নার পদ্ধতি আপনি বিস্তারিতভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ছবিগুলোও স্পষ্ট হয়েছে।এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।
 2 years ago 

ধন্যবাদ 💚

 2 years ago 

তেলাপিয়া মাছের বারবিকিউ আমি আগে কখনো খাইনি। আমার মাছ কম পছন্দ তাই মাছের তৈরি আইটেমগুলোর সাথে আমি। তবে মাংসের বারবিকিউ আমার প্রিয় খাবার বিশেষ করে চিকেন বারবিকিউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাছের বারবিকিউ এর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু💚

 2 years ago 

ফিশ বারবিকিউ রেসিপিটি দেখে খুব খাওয়ার ইচ্ছা করতেছে আপনার। ফিস বারবিকিউ খেতে খুব ভালো লাগে।আমি একবার খেয়েছিলাম দিনাজপুর রেস্টুরেন্টে।উপরে একটু টমেটো সস দিয়ে খেলে বেশ ভালো মজা পাওয়া যায় খেতে।খুব সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ 💚

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62684.33
ETH 2456.60
USDT 1.00
SBD 2.66