You are viewing a single comment's thread from:

RE: বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন

in Steem For Traditionlast year

কমলাপুর রেলওয়ে ষ্টেশন হচ্ছে খুবই জনবহুল এবং বড় মূল স্টেশন, এখান থেকেই সমস্ত ট্রেন চলাচল এর শেষবিন্ধু মানে কেন্দ্রবিন্ধু। সমস্ত আন্তঃনগর সমস্ত ট্রেন কমলাপুর থেকেই ছেড়ে যায় এবং কমলাপুর এসেই শেষ হয়। যেমন, সিলেট অভিমুখী জয়ন্তীকা এক্সপ্রেস এবং খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস এবং চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস এবং রাজশাহী অভিমুখী বনলতা এক্সপ্রেস এবং পঞ্চগড় অভিমুখী, দ্রুতযান এক্সপ্রেস ও লালমনি অভিমুখী লালমুনি এক্সপ্রেস এবং কুড়িগ্রাম অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়মিত চলাচল করে, আমি শুধু একটি করে ট্রেন এর নাম বললাম, এগুলোর মূল গন্তব্য হচ্ছে কমলাপুর এখান থেকেই যাত্রা এর সুত্রপাত এবং ওখানেই সমাপ্তি। সাড়া বাংলাদশে ২২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে এবং লোকাল তো আছেই। আপনি অনেক সুন্দর লিখছেন ভাই অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর উপস্থাপন করার জন্য।

Sort:  
 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69671.74
ETH 3835.28
USDT 1.00
SBD 3.49