RE: দিনের ক্লান্তি শেষে সব পাখি নিজ নিজ বাড়ি ফিরে কিন্তু দিনশেষে সব জেলেরা বাড়ি ফেরে না
জেলেদের মাছ ধরা |
|---|
আমাদের দেশ নদী মাতৃক দেশ। বাংলাদেশের বুক চিরে প্রায় ৭০০ নদীর প্রবাহমান এখালে জেলে কাহিনি থাকবে না তা কি করে হয়। আমিও মাছ ধরতে ভালোবাসি।
![]() | ![]() |
|---|
জেলেদের সাধারণত মাছ ধরে কেনা বেচা করে জীবিকা নির্বাহ করে। তাদের জীবন পরিচালনা পদ্ধতি অনেক সময় কষ্ট দায়ক হয়ে থাকে তার অন্যতম কারন হচ্ছে। নদীতে অনেক সময় পানি কমে যায়। আবার অনেক সময় পানি ঢাকে না। নদীতে পানি না থাকলে মাছের অস্তিত্ব চিন্তাও করা যায় না। তারা সারাদিন মাছ ধরে সেই মাছ বিক্রি করে তাদের সাংসার পরিচালনা করে থাকে। তাদের জীবন মোটামুটি বলতে গেছে সংগ্রামী হয়ে থাকে। সন থেকে ঝুকিতে থাকে সমুদ্র পাড়ের জেলেরা। দিনের ক্লান্তি শেষে সব পাখি নিজ নিজ বাড়ি ফিরে কিন্তু দিনশেষে সব জেলেরা বাড়ি ফেরে না কারন মাছ ধরতে সমুদ্রে যায় জেলে অথই সমুদ্রে কখন কোথায় হারিয়ে যাবে কেউ যানে না। জেলে সম্পর্কে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে।
বাংলাদেশের জেলে সম্পর্কে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন |
|---|


অনেক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।