🛕🛕প্রতিযোগিতার ১৩তম সপ্তাহ - পুরাতন মন্দির🛕🛕

in Steem For Traditionlast year
রোজ বুধবার

০৩-০৫-২০২৩ ইং

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সবার প্রিয় কমিউনিটি স্টিম ফর ট্রেডিশন কমিউনিটি থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কয়েকদিন থেকে প্রতিযোগিতামূলক পোস্ট করতে করতে সময় হচ্ছিল না। তাই আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব সেটি হলো সাত নম্বর গোপিনাথপুর ইউনিয়নে ২০০ বছর আগের পুরনো কালী মন্দির। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক:---

🛕কভার ফটো🛕

1683080280169.jpg

রংপুর বিভাগের বদরগঞ্জ থানায় ৭ নম্বর গোপিনাথপুর ইউনিয়নে অনেক ছোট বড় স্থাপনা রয়েছে যা অতি পুরাতন। যা কালের বিবর্তনে দিন দিন ক্ষতি সাধনের দিকে ধাবিত হচ্ছে। তার মধ্যে হচ্ছে এই পুরনো কালী মন্দির। এই কালীমন্দিরের প্রবেশপথে লক্ষ্য করলে বুঝা যায় অনেক কারুকার ছিল এখানে। এই পুরনো কালী মন্দিরটি কালের বিবর্তনে দিন দিন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। পুরনো এই কালী মন্দির সম্পর্কে তেমন কিছু আমার জানা ছিলো না।

IMG_20230503_081546.jpg

এই পুরনো মন্দিরটির পাশে গ্রামের মাঝে নতুন একটি মসজিদ পূর্ণ নির্মাণ করেছে। আর ওই কালী মন্দিরের পাশে রয়েছে অস্থায়ী কালের জন্য আরেকটি মন্দির যা টিন এবং বেড়া দিয়ে বানানো হয়েছে। অস্থায়ী কালের মন্দিরটি তে সাধারণত দুর্গাপূজা লক্ষী পূজা বাসন্তী পূজা উদযাপন করা হয়। আমরা সেখানে গিয়ে একটা বৃদ্ধ লোককে দেখতে পাই সেই লোকের সাথে আমাদের বেশ কিছুক্ষণ গল্প হলো।

Screenshot_2023-04-18-20-32-13-36_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

আমরা সেই লোকটিকে জিজ্ঞেস করলাম এই মন্দিরটির স্থাপন কাল কতো। লোকটি উত্তরে বললো আমি ছোট থেকেই এই মন্দির দেখে আসতেছি। তুমি আমার বাবাকে জিজ্ঞেস করলে আমার বাবা উত্তরে বলে এগুলো ব্রিটিশ আমলের মন্দির বাবা তাহলে তৈরি করে রেখেছিল। তারপর তিনি বললেন আমার জ্ঞান হওয়ার পর থেকে ১০-১২ বছর এই মন্দিরে পুজো করেছিলাম। তারপর থেকে আর এই মন্দিরটি পূজা করা হয় না কারণ মন্দিরটি অনেক ছোট।

IMG_20230503_081458.jpg

আর আপনারা তো জানেনই এখন দুর্গাপূজা কালীপূজা লক্ষী পূজা শিব পূজা এগুলোর মূর্তি বেশ বড় হয়ে থাকে তার জন্য এই ছোট মন্দির কালের বিবর্তনের কারণে হারিয়ে যাচ্ছে। এই ছোট্ট পুরনো মন্দিরটি দিয়ে দুই দিকে রয়েছে রাস্তা দিয়ে খোলাহাটি এবং এই দিক দিয়ে লালদীঘি তাড়াগঞ্জ যাওয়া যায়। আমি যে মন্দিরটি নিয়ে আলোচনা করতেছি সেই মন্দিরটি কালীবাড়িতে অবস্থিত।

IMG_20230503_081436.jpg

কালিবাড়ি নাম হওয়ার কারণ হলো এই পুরনো কালী মন্দির। এই কালি মন্দিরটি ছিলো জমির মাঝখানে যা একেবারে গ্রাম থেকে দূরে তারপর কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ের লোক এই মন্দিরটির আশপাশ বাড়ি গড়ে তোলে এবং একটি ছোট্ট গ্রাম বানিয়ে ফেলে তার নাম দেওয়া হয় কালিবাড়ি। সে কারণে এই কালিবাড়ি নামে একটি প্রাইমারি স্কুল রয়েছে।


তো বন্ধুরা এই ছিল আমার আজকের পুরনো মন্দির নিয়ে প্রতিযোগিতামূলক পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।

ডিভাইসরিয়ালমি ছি১৫
ফটোগ্রাফার@mdparvaj
বিষয়পুরাতন মন্দির
লোকেশনবদরগন্জ থানা

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম @mdparvaj. আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তোকেয়াপাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।


Vote for @bangla.witness

Sort:  
 last year 

মন্দিরটি দেখেই মনে হচ্ছে অনেক পুরনো।মন্দিরটির বয়স ২০০ বছর হবে।আপনার পোস্ট পড়ে বুজতে পারলাম কালবাড়ি নাম হওয়ায় কালিমন্দির।আপনি পোস্টটি বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

পুরাতন মন্দির নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই পুরাতন মন্দিরটি রংপুর বিভাগের বদরগঞ্জ থানায় অবস্থিত। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন অসাধারণ হয়েছে আপনার পোস্ট। ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

পুরাতন মন্দির নিয়ে আপনি অনেক সুন্দর লিখেছেন। আপনি বরাবর ছবি অনেক ভালো মানের তুলে থাকে। সুন্দর উপস্থাপন করেছেন। এমন পুরাতন মন্দির নিয়ে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

পুরাতন মন্দির নিয়ে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ভাই, এটা দেখেই বুঝা যাচ্ছে যে অনেক পুরনো পুরানো, বয়স্ক লোকটার সাথে তো অনেক কিছুই আলোচনা করেছেন, তার বাবাও জানতে পারতো না মন্দিরের বয়সটা, সুন্দর লিখছেন ভাই। অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

Loading...
 last year 

বাহ আপনি তো দারুণ ফটোগ্রাফি করেছেন ভাই। ছবিগুলে সুন্দর তুলেছেন। কিন্তু মন্দির টি ২০০ বছরের আগে তৈরি হয়েছিলো সেটার কাঠাম পড়ে আছে বর্তমানে। ফুলের ছবিটা অসাধারণ হয়েছে। ধন্যবাদ

 last year (edited)

মাঝামাঝি পুন র্নির্মাণ করা হয়েছিলো।ধন্যবাদ ভাই

 last year 

অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই, মন্দির টি দেখে অনেক পুরাতন মনে হচ্ছে, আপনি বেশ অনেক সুন্দর লেখছেন, আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর হয়েছে। দেখেই বুঝা যাচ্ছে এটি একটি পুরাতন মন্দির। আপনি পুরাতন মন্দির নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপাস্থপনা করেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

ধন্যবাদ

 last year 

অনেক পুরাতন একটি মন্দির নিয়ে পোস্ট করেছেন আপনি। সংরক্ষণের অভাবে এরকম পুরাতন স্থাপনা গুলো এক সময় হারিয়ে যাবে। উপস্থাপনা ছিল যথেষ্ট ভালো। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আপনার তোলা মন্দিরের ছবিগুলো দেখে মনে হচ্ছে মন্দুিরটি অনেক পুরনো।মন্দিরটি সম্পর্কে আপনি সমস্ত তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরেছেন। আপনার তোলা ছবি গুলো ও দারুণ হয়েছে দারুণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66382.93
ETH 3031.14
USDT 1.00
SBD 3.69