একটি কবিতা "দালালপাড়া"

in Steem For Tradition2 years ago

দলালপারার মাঝে ঘুরে বেড়াচ্ছি আমি,
পাখির গানের সুরে শোনা যায় সেই শোভা।
ফসলের মাঠে খেতের গর্তে ঘুমি পাই আমি,
ধূসর ধূসর গ্রামের সুখে ভরা দুঃখ সোভা।

হাওড়ার তীরে পানি খুব শান্ত আছে,
কোনদিন দেখতে পাব না শিশির ফাঁকে কাছে।
গাভীর বাঁশে হাওড়া করে ক্ষোভ দেখে আমি,
দলালপারা আমার জীবনের সেরা রংধুনু কাঁচা।

গ্রামের বাঁচা সবাই খুব বন্ধুত্বপূর্ণ,
আমার মনে প্রেম জাগায় নাকি তাদের সান্তন।
দলালপারার সুন্দর কথা জানি নাকি একা আমি,
ভালোবাসি তোমায় দলালপারা, আমার জীবনের সম্পদ।

Sort:  
 2 years ago 

সুন্দর কবিতা। অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 
আপনার জন্য নির্দেশনাঃ
  • কবিতা এইভাবে দিবেন নাহ। এগুলো মাইক্রো পোস্ট হয়ে যায়।
  • আপনি কবিতার পটভূমি সহ উপস্থাপন করবেন এবং অবশ্যই কবিতাটি আপনার নিজের লিখা হতে হবে।
  • কবিতার পটভূমি অনুযায়ী একটা পিকচার আপলোড দিবেন।

আশাকরি এগুলো মেনে চলবেন

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে সেয়ার করেছে। অনেক ভালো লাগলো আপনার কবিতা। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার লেখা কবিতাটি আমার কাছে ভাল লেগেছে। আপনি ভালই কবিতা লিখেছেন।

 2 years ago 

আপনি মনে হয় অনেক ভালো কবিতা লেখেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি পড়ে আমার বেশ ভালোই লাগলো। ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 66984.34
ETH 2607.28
USDT 1.00
SBD 2.66