🎶🎸CONTEST : MUSIC-{"ও পাগল মন মন রে_"}Cover:ahosan(21-06-2021)

in Steem Bangladesh3 years ago (edited)

* আসসালামু আলাইকুম🙋‍♂️💜

* সকল সঙ্গীত প্রেমিক বন্ধুদেরকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

  • আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। সেই সাথে আমিও আপনাদের মহৎ ভালোবাসায় অনেক ভালো আছি।

  • আমি মোঃআহসান হাবিব। আমি @steem-bangladesh community একজন সদস্য।

  • আমি প্রথমে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল শিষ্টাচারদের, যারা এত সুন্দর একটি প্রতিযোগিতার সৃষ্টি করেছেন এবং আমাকে অংশগ্রহণ করার জন্য সুন্দর ভাবে সুযোগ করে দিয়েছেন।

  • আজকে আমি @steem-bangladesh কর্তিৃক আয়োজিত
    মিউজিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত।

  • আজকে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি সুন্দর গান নিয়ে। আশা করি আমার গাওয়া গানটি আপনাদের অনেকটা মনোরঞ্জন করবে। খুবই সুন্দর একটি গান আমার গাওয়া গানটির নাম❇️ "ও পাগল মন মন রে" ❇️

* এই গানটির শিল্পী :"দিলরুবা খান "এবং কথা ও সুর :-আহমেদ কায়সার ।

  • এই গানটি খুবই সুন্দর একটি গান। বাংলা গানের মধ্যে অনেকটাই সাড়া জাগিয়েছে এই গানটি। আমরা অনেকের মুখে শুনে থাকি সবারই প্রিয় একটি গান।

  • এই সুন্দর গানটি আপনাদের মাঝে আমি পরিবেশনা করছি। আশা করি আমার গানটি আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন খুবই আপনাদের মনোরঞ্জন হবে ইনশাল্লাহ।

* Video link:⤵️

🎸❇️Lyrics: O pagol mon monre..⤵️

🎤 পাগল মন মন রে,
মন কেন এত কথা বলে?
ও পাগল মন মন রে,
মন কেন এত কথা বলে? (2)

✳️মনকে আমার যত চাইযে বুঝাইতে,
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে।
মনকে আমার যত চাইযে বুঝাইতে
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে।
পাগল মন রে,
মন কেন এত কথা বলে?
ও পাগল মন মন রে,
মন কেন এত কথা বলে?

❇️আমি বা কে আমার মনটা বা কে?
আজও পারলাম না আমার মনকে চিনিতে। (2)

পাগল মন রে,
মন কেন এত কথা বলে?
ও পাগল মন মন রে,
মন কেন এত কথা বলে?

✳️ আশি তোলায় সের হইলে 40 সেরে মণ,
মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন।
আশি তোলায় সের হইলে 40 সেরে মণ,
মনে মনে এক মন না হলে মিলবে না ওজন।
পাগল মন রে,
মন কেন এত কথা বলে?
ও পাগল মন মন রে,
মন কেন এত কথা বলে?🔚

source

* (বিঃদ্রঃ)ঃ-আমার পোস্টটির মধ্যে কোন ভুল ত্রুটি থাকলে আপনাদের সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি।

* আমার পোস্টটি পরিদর্শন করার জন্য আপনাদের বিশেষ বিশেষ ভাবে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।

* steem-bangladesh & bd-charity, 8% & 2% কমিশন দেওয়া হয়েছে।✅

🔝🌹★★★STEEM-BANGLADESH★★★🌹🔝

✳️thanks all...
@ahosan01

🔝🌹Thanks a lot...⤵️✅

@toufiq777
@masumrbd
@nahidhasan23
@abuahmad

Sort:  
 3 years ago 

গানটা সুন্দর , ভালো গেয়েছেন আপনি।

 3 years ago 

Thanks brother 🌹✅

 3 years ago 

Welcome brother ❤

 3 years ago 

খুব সুন্দর হোয়েছে

 3 years ago 

Thank u so much 👳‍♀️

 3 years ago 

onek sundor hoyeche vaiya

 3 years ago 

Thank u so much brother 💜🙋‍♂️

 3 years ago 

Nice 👍

 3 years ago 

Thanks 🙋‍♂️

 3 years ago 

মারাত্মক গান গেয়েছেন ভাই। ভয়েস ডেপথ ও পার্ফেক্ট হয়েছে। খুবই ভালো লাগলো গানটি শুনে

 3 years ago 

Thank u so much brother 👳‍♀️💜✅

 3 years ago 

Purono diner ganer jonno apner gola perfect.

 3 years ago 

🙋‍♂️👌✅thank u so much brother 🌹🌹✅🔝

 3 years ago 

Nice vocal

 3 years ago 

Thank u so much 🙋‍♂️✅🌹

 3 years ago 

অসাধারণ গেয়েছেন ভাই।অনেক অনেক সুন্দর হইছে।

 3 years ago 

Thank u so much 🙋‍♂️👌

 3 years ago 

আপনার জায়গাটা প্রথম স্থানে থাকলে ভালো লাগতো।
অসাধারণ গেয়েছেন🥰❤️

 3 years ago 

🙋‍♂️🌹🌹✅thank u so much mama😱✅

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67640.82
ETH 3784.93
USDT 1.00
SBD 3.51