👳‍♀️📖||STEEM BANGLADESH CONTEST|🛶| POETRY ❇️"সোনার তরী"❇️BY-@ahosan01(14-06-2021)🏞️🛶

in Steem Bangladesh3 years ago (edited)

*❇️আসসালামু আলাইকুম❇️🙋‍♂️👳‍♀️

* সকল কবিতাপ্রেমী বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

  • আমি মোঃ আহসান হাবিব।আমার steemit 🆔@ahosan01

  • আমি @steem-bangladesh community একজন ভক্ত প্রেমী সদস্য।

  • আমি আজকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই,@steem-bangladesh community সকল সৃষ্টিাচারদের। যি নারা এত সুন্দর একটি প্রতিযোগিতার সৃষ্টি করে দিয়েছেন এবং আমাদেরকে এখানে অংশগ্রহণ করার সুন্দর সুযোগ করে দিয়েছেন।

  • ✳️আমি প্রতিদিনের যে নিয়মিত কনটেস্ট বাংলাদেশ কমিউনিটি থেকে দেয়া হয়, আজকেও স্টিম বাংলাদেশ কমিউনিটি কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি আমি,আমার আবৃত্তিকৃত কবিতাটি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের অনেকটাই মনোরঞ্জন হবে।

  • আমার কবিতাটি একজন বিখ্যাত কবির লেখা। আপনাদের সকলের পরিচিত কবি" বিশ্ব বিখ্যাত একজন কবি যার লেখা অনেক কাব্যগ্রন্থ, উপন্যাস, কবিতা, সাহিত্য, ছোটগল্প আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে। তারই লেখা একটি বিখ্যাত কবিতা আপনাদের মাঝে আমি আবৃতি করতে যাচ্ছি।আমার কবিতাটির নাম"🛶 সোনার তরী 🛶লিখেছেন বিশ্বকবি" রবীন্দ্রনাথ ঠাকুর"।📖✅

23-45-04-poetry-word-written-on-wood-block-picture-id891429234.jpg
source

* The essence of the poem⤵️

  • ||{সোনার তরী' কবিতাটিতে যে মূলভাব বিষয়বস্তুটি আমি উপলব্ধি করতে পেরেছিসেটা হচ্ছে আমি যেটা মনে করি আপনাদের মাঝে সেটা উপস্থাপন করছি যদিও অনেক জায়গায় এই কবিতা সম্পর্কে অনেকটা উপলব্ধির বক্তব্য দেয়ার রয়েছে তার মূল ভাবধারা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই একটি সম্পূর্ণ সংকীর্ণ সংকট পূর্ণ সময়ে পরিস্থিতিতে বুঝেছে তার জমির ফসল কেটে যে অবস্থায় সে ছিল সে অবস্থায় আকাশে কর্কট পূর্ণ বজ্রপাত ঘটে ছিল এবং সবদিকে বিপদাপন্ন মেঘ জমেছিল চারিদিকে কেমন একটি নিষ্প্রাণ ছবি ফুটে উঠেছিল।মনে হচ্ছিল যেন পরপারের একটি দৃশ্য ফুটে উঠেছে তার সামনে গ্রামের উপর। তার সেই ধানগুলো পারে নেয়ার জন্য সে অনেক তারার ভিতরে একা একা নদীর পাড়ে বসে ভাবছিল। দূর থেকে কে যেন গান গাইতে গাইতে আসছে দেখে মনে হল যেন সে অনেক চেনা।কৃষক মাঝিকে তার কাতর কণ্ঠে ডেকে বলে তারকাটা সোনা ধান যেন তুলে দিয়ে সে যেথায় সেথায় যাকএটাই তার মূল ইচ্ছা।করুণা করে তাকে সোনার ধান নৌকায় তুলে পার করার জন্য বলায় সে বলে ঠাঁই নাই ঠাঁই নাই বলে একথা শুনে তারপর কৃষক তার অচল অবস্থায় বসে রইল নদীর পাড়ে।}||

🛶📖 মূলত কবিতা ⤵️

সোনার তরী ✅
❇️রবীন্দ্রনাথ ঠাকুর❇️

❇️গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে,আছি, নাহি ভরসা।
রাশি, রাশি, ভারা ভারা
ধান কাটা হল সারা।
ভরা নদী ক্ষুরধারা
খর-পরশা।
✳️কাটিতে কাটিতে ধান এল বরষা।
একখানি ছোটো খেত আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসি মাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা।

✳️এ পারেতে ছোট খেত আমি একেলা
গানগেয়ে তরী বেয়ে কে আসে পারে।
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা পালে চলে যায়
কোন দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দূর ধারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।

❇️ ওগো তুমি কোথা যাও কোন বিদেশে
বারেক ভিড়াও তরী কূলেতে এসে
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক, হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।

✳️যত চাও তত লও তরণী-পরে।
আর আছে ?আর নাই, দিয়েছে ভরে!

✳️ঠাঁই নাই, ঠাঁই নাই!ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি,
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।🔚


source

* আমার পোস্টটি পরিদর্শন করার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন।

*steem-bangladesh & bd-charity, 8% & 2% কমিশন দেওয়া হয়েছে।

  • 🔝★★★STEEM-BANGLADESH★★★🔝🌹✅

✅Thanks all..
@ahosan01

🔝✅Thanks a lot...✅
@toufiq777
@nahidhasan23
@masumrbd
@abuahmad

Sort:  
 3 years ago 

আপনার পোস্ট এ dreamstime এর ছবি আছে, এটা ব্যবহার করা যাবে না। অন্য ছবি ব্যবহার করেন৷

ধন্যবাদ।

 3 years ago 

Vi aber thik ase?

 3 years ago 

সুন্দর হইছে ভাই

 3 years ago 

Thank u so much brother ✅

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67640.77
ETH 3784.66
USDT 1.00
SBD 3.65