Steem Bangladesh Contest :The Diary Game|| 13.05.2022||

in Steem Bangladesh2 years ago

Assalamualaikum.



Good wishes to everyone .



Painiting is just another way to keeping a diary. (Lord John)

সকালবেলা

অনেকদিন আগে থেকেই আমার সপ্নপুরী যাওয়ার ইচ্ছা ছিল। গতকাল আমি আমার পরিবারের সাথে সপ্নপুরি ঘুরে আসি। যেহেতু আমার বাসা থেকে সপ্নপুরি প্রায় ৫০ কি.মি দূরে তাই আমরা খুব সকালে বের হব এই এভাবেই প্রস্তুতি নেই। সকাল ৬.৩০ ঊঠে আমি ফ্রেশ হয়ে রেডি হই এরপর আমরা সবাই মিলে নাস্তা করে সকাল ৭.৩০ এর দিকে বের হয়ে যাই। যেহেতু এখন গরমকাল তাই আমাদের সকাল সকাল ঘুরে আসার পরিকল্পনা ছিল। আমরা ফুলবাড়িগামী একটি বাসে ঊঠি এবং ১ ঘন্টা পর ফুলবাড়িতে জেয়ে পৌছাই। বাস থেকে নেমে একটি অটোতে করে ৩৫ মিনিট জাত্রা করে সপ্নপুরিতে পৌছাই। তখন বেলা ৯.৩০ বেজে গেছে। আমরা টিকেট কেটে ভেতরে প্রবেশ করি এরপর হালকা চা নাস্তা করে পুরো স্থানটা ঘুরে দেখি। এই জায়গাটা অনেক বড় এবং অনেক রকম জিনিস আছে দেখার মত এবং ছবি তোলার মত। আমরা জখন প্রবেশ করি তখন জায়গাটায় মানুষ কম ছিল আমরা অল্প সময়ের ভেতরে পুরো জায়গাটা ঘুরে দেখি এবং মানুষ বাড়তে থাকলে আমরা বের হবার পরিকল্পনা করি। এরপর ১২ টার দিকে আমরা বের হয়ে যাই।


IMG20220504093700_01 copy.jpg


IMG20220504100600_01 copy.jpg

Location



দুপুরবেলা

এরপর আমরা আবার একটা অটো রিজার্ভ করে বাস ষ্টেশনে আসি এবং পুনরায় বাসে করে আমাদের বাসার কাছে চলে আসি। বাস থেকে নামার পর আমরা বাসার জন্য কিছু জিনিস পত্র কিনে আনি। আমরা বাসায় এসে ১.৪০ এর দিকে পৌছাই। ব আসায় এসে গোসল করে কিছুক্ষন রেস্ট নেই। আম্মু খাবার রেডি করে। এরপর আমরা সবাই মিলে দুপুরে খাবার খাই। আমরা সবাই খুব ক্ষুদারত ছিলাম। খাওয়া দাওয়ার পর আমি প্রায় ১.৩০ ঘন্টা ঘুমাই।


IMG20220115140248_01.jpg


IMG20220115140233_01 copy.jpg

Location



বিকালবেলা

বিকাল ৫ টার দিকে বন্ধুর কলে ঘুম ভাঙ্গে। ও আমাকে ওর বাইকে করে আমাকে নিতে আসে। আমি রেডি হয়ে ওর বাইকে করে বের হই। ও আমাকে একটি গ্রাম্য মেলায় নিয়ে জায়। এই মেলাটি প্রতিবছর এই সময়ে বসে। নতুন ধান কাটার পর গারমে যে আনন্দ হয় এটি তারই অংশ। পুরো মেলা ঘুরে দেখি আমরা । এরপর বাসার জন্য সামান্য আচার কিনে নেই এবং আমরা মিষ্টি এবং চা খাই। সন্ধ্যা নেমে আসলে আমি আমার বন্ধুকে আমার নাসায় নামিয়ে দিয়ে আসতে বলি। আজকে সারা দিনের ক্লান্তির কারনে আর ভালো লাগছিল না। ও আমাকে ৭.১০ এর দিকে বাসার সামনে এসে নামায় দেয়।


IMG20220102174343_01 copy.jpg


IMG20220504085721_01 copy.jpg

Location



রাতেরবেলা

বাসায় এসে আমি কিছুক্ষন বিস্রাম নেই এরপর হালকা নাস্তা পানি করে টেলিভিশনে খেলা দেখি। আইপি এলের খেলা গুলো আমার খুবই ভালো লাগে। কিছুক্ষন খেলা দেখার পর আমার একটা জরুরি কল আসে । এরপর আমি বাসার বাহিরে জেয়ে কথা বলি এবং হাটাহাটি করি। ১০ টার দিকে বাসায় েসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি।


IMG20210726225729 - Copy.jpg

Location

I am inviting @thripathi, @kynana, @loloy2020 and @juichi to participate in this contest

Thanks For reading.



Sort:  

আমাদের সাথে এই সুন্দর দিনটি ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ 🙏

 2 years ago 

Apnakeo onk thanks.

 2 years ago 

অনেক সুন্দর লিখেছেন আপনি ছবিগুলো অসম্ভব সুন্দর হয়েছে।


Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

Onk thanks bro. 🙂❣️

 2 years ago 

আচারগুলো দেখেই ভালো লাগছে।স্বপ্নপুরী সত্যিই অনেক সুন্দর। সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই লোকটা দিনাজপুর রেলষ্টেশনের পাসেও বসে আচার নিয়ে, কখনো দিনাজপুর আসলে খেতে পারবেন।

 2 years ago 

আমি দিনাজপুরেই থাকি। আর এই লোক সম্ভবত বাহাদুর বাজারে বসে। একবার খেয়েছিলাম।

Congratulations!

Your quality content qualifies the Steem Global Curators guidelines.

PicsArt_05-07-08.12.13.jpg

Your post is upvoted using @steemcurator06 account by @baycan. Continue making quality content for more support.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67621.06
ETH 3787.11
USDT 1.00
SBD 3.50