পরিচিতি পোস্ট

আসসালামু আলাইকুম Steem Bangladesh পরিবারে আজকে আমি সবার সাথে পরিচিত হতে এলাম।

IMG-20220908-WA0007.jpg
W3W Location

আমার পরিচিতি মূলক পোস্টে Steem Bangladesh পরিবারের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।

আশাকরি সবাই ভালো আছেন?প্রথমে ধন্যবাদ জানাতে চাই steem Bangladesh এর মত প্লাটফর্মে বাংলায় ব্লগের মাধ্যমে আমাদের ক্রীয়েটিভটি শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য।

এখন শুরু করছি আমার পরিচয় পর্ব।

আমার নাম আয়েশা ছিদ্দিকা।
আমি চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় জন্ম গ্রহন করি , আমরা চার ভাই এক বোন। আমি তিন নাম্বার,
আমার বড় দুইটা ভাই আছে ছোট দুইটা ভাই আছে।
আমি হাজিগাও বরুমচড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করছি, বাঁশখালী ডিগ্রি কলেজ থেকে ডিগ্রী পাস করছি এবং চট্টগ্রাম কলেজে মাস্টার্স করছি।

IMG_20220902_202611.jpg

আমি বিবাহিত, ২০১৮ মাসে ফ্রেবুয়ারিতে পারিবারিক ভাবে আমার বিয়ে হয়। ডিগ্রি পাশ করার পরে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরও আমার হাসবান্ডের সহযোগিতায় পড়া শুনা চালিয়ে যাচ্ছি। আমার শ্বশুর বাড়ি আনোয়ারা। বর্তমানে আমার হাসবান্ডের সাথে আমি কক্সবাজার থাকি।আমার একটা তিন বছরের ছেলে আছে।

IMG-20220908-WA0005.jpg

W3W Location

২০২০ সালে আমার হাসবান্ডের অনুপ্রেরনায় অনলাইনে ব্যবসা শুরু করি। বর্তমানে আমার দুইটা অনলাইন পেইজ আছে। বর্তমানে আমার শখ বলতে এটায়।
আমি মূলত বিভিন্ন শুটকির বালাচাও, কক্সবাজারের বার্মিজ আচার, চকলেট, মুক্তার কালেকশন ও হাতের কাজের থ্রি পিস নিয়ে কাজ করি।
আমার হাসবেন্ড এনজিও তে জব করেন পাশাপাশি অনলাইন বিজনেস করেন।

এই হচ্ছে আমার পরিচিতি, আশা করি কমিউনিটির সবাই একে অপরের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ইনশাআল্লাহ!!

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67653.09
ETH 3789.60
USDT 1.00
SBD 3.50