Top Post Contest || Game Review || THE WITCHER 3-WILD HUNT

in Steem Bangladesh3 years ago

GAME REVIEW


হ্যালো, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পোস্টে। আজকের টপিক গেমিং রিভিউ।

65vdrfyv7RwISVz8ATFr2DKSmUeaIuz2.png
source


আজকে যে গেমটি রিভিউ দিব তার নাম হলো THE WITCHER 3-WILD HUNT। এই গেমটির রিভিউ দেয়ার কারণ হচ্ছে এর গ্রাফিক্স ,সাউন্ড কোয়ালিটি আর অস্থির স্টরি। তো চলুন শুরু করা যাক।

THE WITCHER 3-WILD HUNT


the_witcher_3-2546473-e1420645493770.jpg
source


অনেক গেমের স্টোরি ভাল আবার কিছু গেমের গ্রাফিক্স ভাল অথবা কিছু গেমের গেমপ্লে ভাল আবার মাঝে মাঝে এমন কিছু মাস্টারপিস আসে যা আসলে সবদিক থেকেই পরিপূর্ণ হয় ।

আর উইচার 3 হল এমনই একটি গেম । গেমটি অনেক ভাইরাল তাই ইতিমধ্যে অনেকে হয়তো খেলে ফেলেছেন কিন্তু যারা খেলেননি নিচের পয়েন্ট গুলো হয়ত কেন আপনার খেলা উচিত তার কারণ হতে পারে।


SourceRating
IGN9.3/10
Pocket-lint5/5
Metacritic92%

The-Witcher-3-Wild-Hunt-Gets-Fresh-Combat-Details-2.jpg
source


স্টোরি-টেলিংঃ

এই গেমের মেইন স্টোরি খুবই সাধারণ হলেও একটি সাধারণ স্টোরিকে কিভাবে **CD Projekt Red** অসাধারণ করে তুলেছে তা অবশ্যই প্রশংসনীয়। এই গেম পুরো গেম ইন্ডাস্ট্রিকে কাপিয়ে দেয় শুধু তার স্টোরি টেলিং এর ধরনের মাধ্যমে। তাহলে বুঝতে পারছেন গেমের গল্পটি হচ্ছে সিম্পল এরমধ্যে গর্জিয়াস মানে এই গেম আপনাকে পুরো স্টোরি বুঝিয়েই ছাড়বে। গেমটি গল্প অনেক সাধনায় এবং খেলার সময় গেমের স্টোরি কখনোই আপনার খাপছাড়া অথবা অযৌক্তিক বলে মনে হবে না। এর মেইন স্টোরির পাশাপাশি আছে অসংখ্য সাইড কুয়েস্ট যা মেইন স্টোরির চেয়ে কোন দিক থেকে কম না এবং কোন না কোন ভাবে মেইন স্টোরির সাথে রিলেটেড হয়ে যায় ।

6a226b4126125aac4bc56d3d579aac40.jpg
source


গ্রাফিক্সঃ

অসাধারণ গ্রাফিক্স এক কথায় বলতে গেলে Witcher 3 এর গ্রাফিক্স আমার দেখা গেম গ্রাফিক্স গুলার মধ্যে অন্যতম ।এত সুন্দর ডায়নামিক গ্রাফিক্স সাথে অডিও অতুলনীয় ।এটি মূলত একটি ফ্যান্টাসি গেম কিন্তু এটার গ্রাফিক্স দেখলে বুঝবেন এটা কতোটা বাস্তবতার কাছাকাছি।ভেলেনের রাস্তা দিয়ে যাওয়ার সময় বাতাসের সাথে সাথে গাছের পাতা নড়া অথবা স্কেলিগের আকাশে বজ্রপাত,রোচের পিঠে চড়ার সময় গেরাল্টের পনিটেইলের মুভমেন্ট সবকিছুই এত রিয়ালিস্টিকআপনাকে মুগ্ধ করতে বাধ্য । আর এত অস্থির "এটেনশন টু ডিটেইল" এর জন্য ডেভেলপাররা অবশ্যই প্রশংসার যোগ্য। শুধু এটা না গেমের মাউন্টেন গুলো অনেক সুন্দর আর গেমের যদি আপনি একবার সূর্য অস্ত দেখেন তাহলে আপনি মুগ্ধ হয়ে যাবেন ।

IMG_20210503_235633.jpg


সাউন্ডট্র্যাকঃ

লবন ছাড়া তরকারি আর সাউন্ড ছাড়া গেম একদমই বাজে লাগবে। একটা গেম ভাল সাউন্ডট্র্যাক ছাড়া অচল মানে স্বাধীন তরকারি । এদিক থেকেও উইচার 3 পুরোপুরি সফল । যখন ভেলেনের রাস্তা দিয়ে যাবেন তখন সাউন্ড ট্রাকটা হবেএকটু দ্বীপ এবং ইমোশনাল ট্র্যাক যা ভেলেনের মানুষের কষ্টের জীবন কে রিপ্রেজেন্ট করে ।আবার যখন স্কেলিগ এক্সপ্লোর করবেন তখন সাউন্ড ট্রাকটা হবে সফট এবং মেলডি ট্র্যাক যখন নভিগ্রাডে সময় কাটাবেন তখন চিয়ারফুল মিউজিক যা নভিগ্রাডের মানুষের হাসিখুশি জীবনকে রিপ্রেজেন্ট করে । সবকিছু মিলায়ে কন্ট্রাক গুলো আপনার কাছে মনে হবে রিয়ালিস্টিক আর এত সুন্দর সাউন্ড এক্সপেরিয়েন্স পাবেন তা বলতে কি বাকি।

wither-3-world-map.jpg
source


রিজিওন/ম্যাপ ঃ

গেমটির ম্যাপ কয়েকটা ভাগে বিভক্ত এবং প্রত্যেকটার ধরণ আলাদা আলাদা ।যদি শহুরে ভাব চাল তাহলে নভিগ্রাড আর যদি সুন্দর সূর্যাস্ত চান তাহলে স্কেলিগ এবং যদি এক্সপ্লোর আর হিডেন ট্রেজার তাহলে ভেলেন। অর্থাৎ ভিন্ন ভিন্ন ম্যাপ আপনাকে ভিন্ন ভিন্ন স্বাদ দিবে।

Sombras-de-mediatarde.png
source

এটমোস্ফিয়ারঃ

স্টোরি,গ্রাফিক্স এবং সাউন্ডট্র্যাকসব মিলে এর এত পারফেক্ট কম্বিনেশন। গেমটির অ্যাটমোস্ফিয়ার এত অস্থির যা বলে বোঝানো যাবে না আপনি যখন গেমটি খেলবেন নিজে মুগ্ধ হয়ে যাবেন । হতে পারে এডিক্টেড হয়ে যেতে পারেন ।

46af9560141ce7c187e4faa1315057c1.jpg
source


দ্য জার্নিঃ

Wicther 3 গেমের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই গেম সেভাবেই আগাবে যেভাবে আপনি চাইবেন। অর্থাৎ আপনি চাইলে শুধু মেইন কুয়েস্ট খেলে গেমটি শেষ করে ফেলতে পারেন কিন্তু আপনি সেভাবে উইচার 3 এর আসল মজাটা পাবেন না।আমি মেইন কুয়েস্ট খেলার পর মেইন কুয়েস্ট বাদ দিয়ে শুধু এক্সপ্লোর করেছি swords কালেক্ট করেছি,বিয়ার স্কুল গিয়ার,ক্যাট স্কুল গিয়ার,গ্রিফিন স্কুল গিয়ার কালেক্ট করেছি,উইচার কন্ট্রাক কম্পলিট করেছি ।এরপর আমি পুরোপুরি প্রস্তুত হয়ে মেইন কুয়েস্ট এ গিয়েছি এবং পুরা গেমের কন্ট্রোল আপনার হাতে সব ডিসিশনস আপনার হাতে।এই গেমের জার্নির কয়েকটি টার্নিং পয়েন্ট আছে আপনার ডিসিশন্স অনুযায়ী আপনি কোন এন্ডিং পাবেন সেটা নির্ভর করবে। মানে আপনি যেভাবে নিয়ে যাবেন গেম সেভাবে যাবে। উইচার 3 হচ্ছে সম্পুর্ন আপনার নিজের জার্নি । এজন্য গেমে আপনার বিভিন্ন ডিসিশন আপনার জানের উপর এফেক্ট ফেলবে । অনেক সময় আপনার মনে হবে আমি এটা না করে ওটা করলাম না কেনো তাহলে এটা হইত। আসলে এত কনফিউজ করে লাভ নেই।

the-witcher-3-wild-hunt-poster_a2tqZmaUmZqaraWkpJRpZ2VlrWdnZWU.jpg
source


গেমটা এক কথায় অস্থির। আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা গেমটি খেলেন এবং সুন্দর একটি এক্সপ্রিয়েন্স নিন।


ধন্যবাদ