The diary game || A Simple Day- Lifestyle||20% for @steem-bangladesh

in Steem Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম

তারিখঃ১০-০৯-২০২২
রোজঃ শনিবার

সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর নাস্তা পানি করি এবং তারপর একটু বাহিরে বের হই বের হওয়ার পর দেখি আকাশ খুব পরিষ্কার এবং খুবই সুন্দর একটা পরিবেশ সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল হালকা হালকা বাতাস এবং আমার ফুলের বাগান গুলো ফুলে ফুলে ভরে উঠেছে সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল যখন ফুলগুলো দেখতেছি এবং ফুলগুলোর রংবেরঙ ফুটে উঠেছে।

1662876536522.jpg

IMG-20220219-WA0011.jpg

IMG-20220219-WA0004.jpg

IMG-20220219-WA0014.jpg

Photographer: Ethun
Location:Bangladesh
Device: Samsung M21/oppo a12

এরপর বাহিরে একটু ঘোরাঘুরি করার পর আবার বাড়িতে আসি এবং সকালবেলার ভাত খাই ভাত খাওয়ার পর একটু টিভি দেখি এবং দশটার দিক আবার বের হই বাহিরে খেলার জন্য সব বন্ধুদেরকে ডাকি এবং এরপর বাইরে খেলতে যাই
সবাই মিলে ক্রিকেট খেলি এবং খেলার পর একটু বসে আড্ডা দেই ক্রিকেট খেলতে খেলতে প্রায় সাড়ে বারোটা পার হয়ে গেছে তাই আর বেশি দেরি না করে বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসে গোসল করে মোবাইলে গান শুনি কিছুক্ষণ পর আমি ভাত খাই দুপুরের। এরপর টিভিতে আবার চোখ বুলাই এবং দেখি যে কি কি মুভি চলছে সত্যি বলতে টিভিতে আমার প্রিয় মুভি গুলো আমি একটাও মিস দেই না যে কয়টি হয় সবগুলোই দেখি খুবই সুন্দর লাগে এবং সব থেকে বেশি ভালো লাগে ইন্ডিয়ার সাউথ মুভি গুলো তাদের অ্যাকশন যেরকম ভালো এবং কাহিনী ও তেমন।

1662876301188.jpg

এরপর টিভি দেখতে দেখতে প্রায় সাড়ে চারটা বাজে এবং আমি বিকালে খেলার জন্য আবার বের হই সব বন্ধুদেরকে নিয়ে আবার সে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এবং মাঠে যাওয়ার পর সবাই মিলে একটু আড্ডা দিয়ে আবার খেলা শুরু করি সারাদিন বন্ধুত্বের সঙ্গে আড্ডায় এবং খেলাধুলা করতে প্রচন্ড ভালো লাগে তাদেরকে ছাড়া দিন কাটে না তাদের সঙ্গে গল্প গুজব আড্ডা দিতে ভারী মজা লাগে।

20220402_135908.jpg

20220402_135645.jpg

Photographer: Ethun
Location:Bangladesh
Device: Samsung M21/oppo a12

মাঠের পাশেই ছোট ছোট গাছপালা সেগুলোর ফুল খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে তাই ফটোগ্রাফি করার জন্য আমি আবার এগিয়ে গেলাম এরপর কয়েকটি ফুলের ফটোগ্রাফি করলাম এবং ফুলগুলো বেশ ভালোভাবেই ফুটে উঠেছে বলে ফোনের ক্যামেরা তে বেশ সুন্দর লাগছিল চমৎকার সব ফটোগ্রাফি দেখে সত্যিই মন আনন্দিত হয়ে উঠেছিল যেন ফুলগুলো কথা বলছে এবং সৌন্দর্য টাকে প্রকৃতির সঙ্গে মিশিয়ে নিয়েছে।

IMG-20220219-WA0047.jpg

Photographer: Ethun
Location:Bangladesh
Device: Samsung M21/oppo a12

ফুলের ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে চমৎকার সব ফটোগ্রাফি নিয়ে আজকে আমি বিকেলবেলাটা পার করে দিয়েছি। সত্যি বলতে বন্ধুদের কে নিয়ে গল্প গুজব এবং আড্ডা দেওয়ার পর ফটোগ্রাফি করে বাড়ির দিকে রওনা হওয়ার সময় খুবই ভালো লাগছিল যেন দিনটা পরিপূর্ণ ভাবে কাটছিল আমার।

এরপর সন্ধ্যা বেলা আমি বাড়িতে আসে এবং বাড়িতে আসার পর একটু ফ্রেশ হয়ে বই পড়তে বসি। সারাদিন খেলাধুলা এবং আড্ডা গুজব করতে করতে পড়ার নাম ভুলে গিয়েছি তাই রাতের বেলা বই নিয়ে বসে প্রায় তিন ঘন্টার মত বই পড়ার পর ভাত খেতে বসি ভাত খাওয়ার সময় টিভিতে আমার প্রিয় মুভি দেখি এবং খাওয়া শেষ হলে মোবাইলের মধ্যে একটু গান শুনি এবং নাটক দেখি সত্যি বলতে বাংলাদেশী নাটকগুলো আমার বেশ পছন্দ এবং এই বাংলাদেশ নাটকগুলো বাইরের দেশেও বেশ জনপ্রিয় তো সারাদিন আমার এভাবেই কেটে যায় এরপর আমি ঘুমিয়ে পড়ি।

Sort:  
 2 years ago 

আপনার ডায়েরি পড়ে ভাল লাগল ভাই।আপনার পোস্টে মার্কডাউন ব্যবহার করবেন তাহলে পোস্টের সৌন্দর্য বাড়ায়।

 2 years ago 

আপনি একটা পরিচিতি পোস্ট করেন। তারপর আপনাকে ভেরিফাইড করা হবে।

 2 years ago 

ঠিক আছে ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64294.64
ETH 3491.72
USDT 1.00
SBD 2.53