জীবন থেমে থাকে না, খারাপ ভালো উভয় সময় জীবনে আসবেইsteemCreated with Sketch.

in Steem Bangladesh8 months ago

জীবন কি কারো জন্য থেমে থাকে৷ জীবন কারো জন্য থাকে না৷ জীবনে খারাপ ভালো উভয় সময় আসে৷ কখনও খারাপ সময় আসে৷ কখনও ভালো৷ ভালো সময়কে আমরা মেনে নিতে পারি তাহলে খারাপ সময়কে কেন পারি না৷ খারাপ ভালো উভয় সময় তো আল্লাহর তরফ থেকেই আসে৷ খারাপ সময় নিয়ে ভাবনা চিন্তা করি আমরা৷ ভালোর মাঝেই খারাপ থাকে৷ আল্লাহ দীর্ঘ দিন কাউকে ভালো রাখেন না৷ ভালো থাকলে আমরা আল্লাহকে ভুলে যাই।


Pixabay

যেমন আমরস সুস্থ থাকলে নেচে বেড়াই৷ অসুস্থ হলে আল্লাহকে স্বরণ করি৷ অসুস্থতাও আল্লাহর নেয়ামত৷ কারণ আমরা অনেকে অসুস্থ না হলে আল্লাহকে স্বরণ করতেই ভুলে যাই৷ আল্লাহ আমাদের ভালো চায় চাই তাই আমাদের অসুস্থতা দেন৷

আমার সময় এই ভালো এই খারাপ থাকে। আমি দীর্ঘ দিন ভালো থাকি না৷ কখনও আমার সময় অনেক ভালো যায় আবার কখনও অনেক খারাপ৷ অনেক সময় মানুষ আমাকে বাঁশ দেয়৷ আবার অনেক সময় আমি নিজের দোষে বাঁশ খাই।

মানুষ বাঁশ দিলে আমার খারাপ লাগে৷ আমি সহজে কারো ক্ষতি করি না৷ তবুও কেন যে মানুষ আমাকপ বাঁশ দেয় আমি বুঝি না৷ বাঁশ খাওয়া আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে।

যখন টাকা থাকে তখন বন্ধুর অভাব থাকে না৷ টাকা না থাকলে বন্ধু খুঁজেই পাওয়া যায় না৷ যখন টাকা থাকে তখন ধার দেওয়ার লোকের অভাব থাকে না৷ যখন থাকে না তখন লোক খুঁজেই পাওয়া যায় না।


Pixabay

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67536.76
ETH 3771.86
USDT 1.00
SBD 3.57