My Town Ten Picture || 14 September 2021 || 2% beneficiaries @bd-charity account

in Steem Bangladesh3 years ago

CYMERA_20210913_232647.jpg

আসসালামু আলাইকুম
আমি @jahidshikder
আমার প্রান প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন
এবং আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজ তৃতীয় বারের মতন আবারও আমি আমার এলকার ১০ টি ছবি নিয়ে হাজির হলাম। এবং ছবির সাথে ছবির লোকেশন সহ কিছু বিবরন দেয়ার জন্য আমি চেষ্টা করেছি।আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলেই আমি সার্থক।তাহলে শুরু করা যাক,

১ নাম্বার ছবি

IMG_20210913_121148.jpg

What3words Location Code:

https://w3w.co/golf.firepower.compound

আমি আমার এক নাম্বার ছবিতে রেখেছি প্রচন্ড রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে অবিরাম পরিশ্রম করা কিছু দিন মজুরি শ্রমিকের। রাঝধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাটির নিচে ড্রেন লাইনে কাজ করছে এরা।কোদাল দিয়ে মাটি কেটে, সেই মাটি আবার মাটি রাখার ঝুড়িতে রেখে নিচ থেকে উপরে উঠে বাহিরে রেখে আসা।এই শ্রমের পুরোটাই দৈহিক পরিশ্রম। যা হঠাৎ কোনো সাধারণ মানুষ কে করতে দিলে হইতো সে দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে।কিন্তু এই দিন মজুরি দের জীবন খাটতে খাটতে শরীরে কষ্ট সহে গেছে।তাই মনে হই এখন আর কাজ করলে তাদের কষ্ট হলেও সেই কষ্ট টি আর তারা প্রকাশ করে না।এবং সাধারন মানুষ ও এদের কষ্ট বুঝতে পারে না।তাই আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া।

২ নাম্বার ছবি

Screenshot_20210913-215601__01__01.jpg

What3words Location Code:

https://w3w.co/scornful.orchestra.score

ছবিটিতে একটি "Excavator" ভেকু দেখা যাচ্ছে।জদিও ছবি দেখে মনে হচ্ছে কোনো কারন বশত এটি ঠিক করার কাজ হচ্ছে।বর্তমান সময়ে এই এক্সচাভাতর বা ভেকুর যথেষ্ট পরিমান কাজে লাগানো যাত।যেমন-পুরানো বাসা -বাড়ি ভাঙা,পিচ ঢালাইয়ের রাস্তা কাটা,বালু বা মাটি উঠিয়ে ট্রাকে লোড দেয়া ইত্যাদি। একটি ভেকুর ড্রাইভার এর বেতন মাসে ২৫-৩০ হাজার টাকা (সর্বনিম্ন) ও হেলপার এর বেতন মাসে ৯-১২ হাজার টাকা হয়ে থাকে।একটি ভেকু এর তেল এর পরীমান অনেক লাগে।কারন এটি দিয়ে অনেক ভাড়ি ভাড়ি কাজ করা হয় যাতে অনেক শক্তির প্রয়োজোন হয়।আর স্বাভাবিক ভাবে শক্তি বেশী দরকার হলে জ্বালানির খরচ ও বেশী হবে।

৩ নাম্বার ছবি

IMG_20210913_130840.jpg

What3words Location Code:

https://w3w.co/disbelief.toasted.wobbles

ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছা,বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বসেরা নাম্বার ১ অলরাউন্ডার "সাকিব আল হাসান"। এটি তার একটি ব্যনার।ব্যনারটিতে দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান এবং অনলাইন শপ " Daraz" এর ৭ বছরে পদার্পণ এর উদযাপন কে কেন্দ্র করে ব্রান্ড এম্বাসিডর হিসেবে সাকিব আল হাসানকে।এটি রাজধানী সৈনিক ক্লাব বাস স্টপের একটি বিল্ডিং এ রয়েছে।

৪ নাম্বার ছবি

IMG_20210913_125334.jpg

What3words Location Code:

https://w3w.co/driven.static.animate

ছবিটিতে দেখা যাচ্ছে বাংলাদেশের সরকারি একটি অফিস ভবন যার নাম,"সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়"।মুলত এটি রাজধানী শহরের মহাখালী ফ্লাইওভার এর নিকটে অবস্থিত এবং সরকার এর গঠিত মন্ত্রি , "জনাব ওবায়দুল কাদের" এর নেতৃত্ব বাংলাদেশের সকল সড়ক ও সেতু এর কাজ এইখান থেকে বাজেট পাশ হয়ে আইন ও পরামর্শ অনুযায়ী কাজ সম্পন্ন করতে হয়।এই মন্ত্রণালয় কতৃক বাংলাদেশের সকল সড়ক ও সেতুর কাজ নিয়ম-নীতি মেনে খুব সুন্দর ভাবে কাজ হচ্ছে।

৫ নাম্বার ছবি

IMG_20210913_125723.jpg

What3words Location Code:

https://w3w.co/joins.skid.destiny

ছবিটিতে বাংলাদেশের ইতিহাসের গর্ব "পদ্মা সেতু"র স্পেনের একটি ভাষ্কর্য দেখা যাচ্ছে।এটি রাজধানী বনানী এবং মহাখালী বাস স্টপের মাঝামাঝি একটি ইউ টার্ন এর মাঝখানে স্থাপন করা হয়েছে।ভাষ্কর্য টি অদ্ভুদ ভাবে সবারই চোখে পড়ার মতন কারন ভাষ্কর্য টি দেখে মনে হচ্ছে ঢাকার বুকে যেনো ২য় পদ্মাসেতু।

৬ নাম্বার ছবি

IMG_20210912_095847.jpg

What3words Location Code:

https://w3w.co/prefect.infants.broom

ছবিটিতে দেখা যাচ্ছে কিছু ময়ূরের একটি ভাষ্কর্য। এটি রাজধানীর অতি পরিচিত একটি হাসপাতাল " কুর্মিটোলা জেনারেল হাসপাতাল " এর সামনে অবস্থিত। ভাষ্কর্য টি দেখতে অনেক সুন্দর এবং রাত্রে বেলা জদি লাইটিং করা হয় তাহলে এর সৌন্দর্য আরো অনেক গুন বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।

৭ নাম্বার ছবি

IMG_20210913_121259.jpg

What3words Location Code:

https://w3w.co/headache.obligated.medium

আমাদের দেশে যত পরিমান গাড়ি রয়েছে সেই গাড়ির তুলনায় যেনো ফিলিং স্টেশন তুলনামূলক একটু কম।এছাড়া ঢাকা শহর ব্যতীত বাহিরে গেলে গ্যাস স্টেশন পাওয়া যেনো ভাগ্যর ব্যাপার।রাজধানী ব্যতীত বাহিরের কোনো এলাকায় গ্যাসের স্টেশন না থাকার কারনে মানুষের অনেক ভোগান্তিতে পড়তে হয়।তাই ফিলিং স্টেশন, গ্যাস স্টেশন ইত্যাদি যত বেশী হবে ততই মানুষের ভোগান্তি কম হবে বলে আমি আশা করি। দিন যত বাড়ছে মানুষের ক্রয়ক্ষমতা ও তত বাড়ছে।তাই আমাদের আগে থেকে সচেতন হয়ে চাহিদা মোতাবেক নির্দিষ্ট পরিমান আগুন নির্বাপক যন্ত্র সংরক্ষন কিরে বেশী করে ফিলিং স্টেশন এবং গ্যাস স্টেশন তৈরি করতে হবে।

৮ নাম্বার ছবি

IMG_20210913_121000.jpg

What3words Location Code:

https://w3w.co/protest.doubt.releasing

বাংলাদেশের ট্রাফিক জ্যাম আগে থেকে অনেকটা উন্নত হয়েছে।যা চিত্রের মাধ্যমে পুর্নাঙ্গ ভাবে ফুটে উঠেছে।কিছু দিন আগেও এই রাস্তায় অপরিমান জ্যাম লেগেই থাকতো।কোনো ভাবেই যেনো জ্যাম ছাড়তো না।কিন্তু এই রোড টি অনেক গুলো "ইউ টার্ন" করে দেওয়ার কারনে আজ এই রাস্তাটি তার পুর্নতা পেয়েছে এবং জ্যামের হাত থেকে রক্ষা পেয়েছে বললেই চলে।

৯ নাম্বার ছবি

IMG_20210913_122925.jpg

What3words Location Code:

https://w3w.co/escalates.part.logbook

ছবিটিতে একটি বৃদ্ধ লোক কে জীবন যুদ্ধে হেরে গিয়েও জীবিকা নির্বাহের জন্য হাটতে দেখা যাচ্ছে যেই চিত্র আমাদের দেশে প্রায় ই দেখা যায়।জীবন যুদ্ধে কেউ হেরে গিয়েও জিতে যায় আবার কেউ জিতে গিয়ে ও হেরে যায়।এই লোকটি কোথায় আজ ঘরে বসে বিশ্রাম করার কথা আর আজ কোথায় সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খাবারের সন্ধান করছে।মানুষের জীবন আসলেই অনেক কষ্টের তা শুধু এদের কে দেখলেই বোঝা যায়।

১০ নাম্বার ছবি

IMG_20210913_122025.jpg

What3words Location Code:

https://w3w.co/unit.station.swerving

বাংলায় একটি প্রবাদ বাক্য রয়েছে," গাছ আমাদের বন্ধু" যা এই চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে অনেকটা।কারন গাছ থেকে আমরা ফল খায়,গাছের ছায়ার নিচে আমরা বসে থাকি,গাছ আমাদের অক্সিজেন দেয় ইত্যাদি।এছড়া গাছের উপর মৌমাছি মধুর চাক বানালে তা আমরা ঔষধের পরিবর্তে খেয়ে থাকি।এছাড়া গাছের ডাল দিয়ে মেসোওয়াক দিয়ে দাত ব্রাশ করি,চুলকানি হলে গাছের পাতা বেটে চুলকানির স্থানে লাগায়, এছাড়া আরো অনেক উপকার আমরা এই গাছ থেকে পায়ে থাকি

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ে দেখার জন্য।যদি কোনো ভুল-ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট এর মাধ্যমে জানবেন।এবং আমি আমার কমিউনিটি "আমার বাংলা ব্লগ" থেকে রেসপোন্স পাবো বলে আমি আশাবাদী।

আসসালামু আলাইকুম

Sort:  
 3 years ago 

সুন্দর ছিলো ছবি গুলা।

ধন্যবাদ বন্ধু

 3 years ago 

nice photography

ধন্যবাদ ভাই