thediarygame|| 01/08/2022||

in Steem Bangladesh2 years ago

Hello everyone
I'm @makal from Bangladesh

IMG_20220602_142051.jpg

IMG_20220702_170844-01.jpeg

আজকে আমি ডায়েরি গেম শেয়ার করব।
সকাল সাতটার সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালের নাস্তা করে নেই আজকে সকালে ভাত এবং ডিম ভাজি খেয়েছি। তারপর আমাদের গরুর খামারে যাই সেখান থেকে গরুর ঘর পরিষ্কার করে পানি দিয়ে তারপর গরু গুলোকে খাবার দেই।

IMG_20220602_141014-01.jpeg

আমরা কিছু জমিতে ঘাস চাষ করেছি গরুকে খাওয়ানোর জন্য সেই জমি থেকে ঘাস কেটে নিয়ে আসি। তারপর ঘাসগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখে দেই খাওয়ানোর জন্য। আমাদের মোট ১১ টি গরু রয়েছে এগুলো বিদেশি প্রজাতির এবং একটি দেশি জাতের গরু রয়েছে। এই গরুগুলো লালন পালন করা অনেক কষ্টের কাজ।সব সময় অনেক রুটিন এর মধ্যে এদের সেবা যত্ন করতে হয়।
IMG_20220702_175445.jpg

দুপুরে গরুগুলোকে আমি পানি দিয়ে গোসল করিয়ে দেই। এখন যেহেতু গরমের সময় তাই সব সময় সতর্ক থাকতে হয়। এইসব জাতের গরু গরম বেশি সহ্য করতে পারে না। গরুর খামারে কাজ শেষ করে বাসায় এসে গোসল করে নেই। তারপর দুপুরের খাবার খাই আজকে দুপুরে ডাল কলমি শাক এবং করলা ভাজি দিয়ে ভাত খেয়েছি। খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ মোবাইলে সময় কাটাই। বন্ধুদের সাথে অনেকক্ষণ মেসেজের মাধ্যমে কথা বলি এবং কলেজের খোঁজখবর নেই। আজকে বিকালে আমার এক আত্মীয়ের বাসায় দাওয়াত রয়েছে সেখানে যেতে হবে। চারটার সময় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে নেই। এরপর আত্মীয়র বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেই।
IMG_20220719_164706.jpg

সিএনজিতে করে প্রায় ৪০ মিনিট যাওয়ার পর সেখানে পৌঁছাই। এখানে যাওয়ার পর গ্রামটা একটু ভালোভাবে ঘুরে দেখি তারপর তাদের বাসায় যাই। বাসায় যাওয়ার পর তারা অনেক কিছু খেতে দেয়। আমার কাছে দই খেতে অনেক ভালো লাগে আমি প্রচুর পরিমাণে দই খেয়েছি আজকে।

IMG_20220602_142040.jpg

গরুর মাংস পোলাও ডাল ভাজি আরও অনেক পদের খাবার আয়োজন করেছিল তারা সন্ধ্যার পর খাওয়া-দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসায় আসতে রাত নয়টা বেজে যায়। বাসায় এসে টিভি দেখতে বসি। যেহেতু সেখানে খেয়ে এসেছি তাই আজকে রাতে আর কিছু খাব না রাত এগারোটা বাজে ঘুমিয়ে পড়ি। সারাদিনটা আজকে আমার অনেক ভালোই কেটেছে। দুপুর পর্যন্ত পরিশ্রম করেছি তারপর অনেক ভালো সময় কাটিয়েছি।

লোকেশন:মধুপুর

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

মিস্টি গুলো দেখে জিবে পানি চলে আসলো ভাই। আপনাদের তো অনেক গরু আছে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66625.38
ETH 3619.34
USDT 1.00
SBD 2.89