Street Photogeaphy || Club5050 || Post by @mmratulahmed.

in Steem Bangladeshlast year

IMG_20230309_124641.jpg

রাতের ব্যস্ত শহর। ঢাকা শহরের রাস্তার দিকে তাকালেই দেখা যায় যে শহরের মানুষ কতটা ব্যস্ত। আর বিশেষ করে তা আরো বেশী বুঝতে পারা যায় যখন রাত্রে শহরের রাস্তাটা আমরা দেখি। এখানে কেউ হয়তোবা কাজ শেষে বাড়ি ফিরছে। কারণ তার পরের দিন সকালবেলা উঠে আবার কাজে যেতে হবে। আবার এখানে এমন লোকও থাকতে পারে যারা কাজের জন্য বের হচ্ছে। আবার এখানে এমন কিছু লোক থাকতে পারে যারা ছন্নছাড়া ভাবে কাজের জন্য কাজ খুজতেছে। একটি রাস্তা ওই এলাকার ব্যস্ততার প্রমাণ দেয়। ওই এলাকার মানুষজন কতটা ব্যস্ত তার প্রমাণ এই রাস্তা। একটি ব্যস্ত রাস্তায় বলে দেয় মানুষ কতটা ছুটেছ চলতেছে তার জীবনে। এ শহরের রাস্তা ব্যস্ত, এ শহরের মানুষ ব্যস্ত, আর এই শহরের জীবন আরো বেশি ব্যস্ত। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তায়।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67098.14
ETH 3518.41
USDT 1.00
SBD 3.20