You are viewing a single comment's thread from:

RE: The Diary Game: August 05, 2020 আজকের দিন এভাবেই গেলো

in Steem Bangladesh5 years ago

আমি আর্ট করতে অনেক পছন্দ করি। আমি একসময় অনেক আর্ট করতাম। এমনকি প্রত্যেক সপ্তাহে দুটি করে আমি চিত্র অংকন করতাম। স্কুল লাইফে আমার অনেক চিত্র এখনো রয়েছে। আমার একটি আর্ট এর খাতা রয়েছে। খাতাটি আমি হারিয়ে ফেলেছি এতে আমার অনেক দুঃখ হয়। এই খাতাতে আমার অনেক চিত্র ছিল। আমি অনেক প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছিলাম। তবে আমি মানুষের ছবি আর্ট করতে অনেক ভালোবাসি। আমি অন্য ছবি দেখি এবং অনুরূপ সেই ছবির কপি আমি কড়তে পারি। এই দক্ষতা আমার ছিল। তবে অনেকদিন চর্চা করি না তাই আমি হয়তোবা অংকন করা ভুলে গিয়েছি। তবে আমার অনেক ইচ্ছা হয় এখনো আর্ট করতে। সময়ের স্বল্পতার কারণে আমি আর্ট করতে পারিনা। @unicode এই চিত্র দেখে আমি নিস্চিত তোমার বাবা অনেক দক্ষতা ছিল আর্ট করার উপর। আমরা সকলে বাবাকে মিস করি। আমি ও আমার বাবাকে অনেক মিস করি। "রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা"
ধন্যবাদ তোমার অ্যাক্টিভিটি শেয়ার করার জন্য।

Sort:  

আসলে আর্ট সম্পূর্ণ প্রাক্টিসের উপর। আমি নিজেই প্রাক্টিস ছেড়ে দিয়ে অনেক বড় ভূল করেছি