THE DAIRY GAME// BETTER LIFE // 15-01-2022
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই ভালো আছেন।আজকে আমি আপনাদের মাঝে আমার ভ্রমণের কিছু কথা তুলে ধরতেছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে
আজ রবিবার। আজকে প্রতিদিনের মতোই সকাল বেলা ঘুম থেকে উঠি।ঘুম থেকে উঠার পর আমি ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে পড়তে বসি।আজকে আর ছাদে যাওয়া হয় না।কারন আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠি। পড়া শেষ করে একটু ফোন চালিয়ে সকালের খাওয়া করি।খাওয়া করার পর আমি কলেজের উদ্দেশ্য বেরিয়ে পড়ি।তারপর একটি রিকশায় চড়ে কলেজে যাই।কলেজে ঢুকে প্রথমেই আমি আমার ক্লাস রুমে যাই।তারপর কিছু সময় ক্লাসে বসে থাকার পর স্যার আসে ক্লাস নিতে।তারপর আমি ক্লাস করতে থাকি।
কলেজ থেকে আমি ২ টার দিকে হোস্টল এ চলে আসি।হোস্টল এ আসার পর আমি কিছু সময় বিশ্রাম করি।তারপর ছাদে গিয়ে কিছু সময় বসে থাকি।বসে থাকাতে থাকতে খিদা লেখে যায়। তাই ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য গোসল করি। গোসল করার পর আমি দুপুরের খাওয়া করি।খাওয়া শেষে আমি বিছানায় শুয়ে কিছু সময় ফোনে গেম খেলি।তারপর একটু বিশ্রাম করার জন্য ঘুমিয়ে পড়ি।
ঘুম থেকে প্রায় পাচটার দিকে উঠি।উঠার পর আমি ফ্রেশ হয়ে নেই তারাতারি।কারণ আজকে আমার হোস্টল এর সকল বর্ডারদের জন্য বাজার করতে যেতে হবে।তাই আমি তারাতারি করে রেডি হয়ে টাকা নিয়ে বাজারের উদ্দেশ্য বেড়িয়ে পড়ি আমার রুম মেট কে নিয়ে।তারপর আমরা একটি রিকশা নিয়ে বাজারে গেলাম।বাজার গিয়ে প্রথমে আমরা মাছ নিলাম।তারপর কিছু শাকসবজি নিলাম ইত্যাদি। বাজার শেষে আমরা আবার রিকশায় করে হোস্টল এ চলে আসি।
হোস্টল এ আসার পর আমি হাতমুখ ভালো ভাবে ধুয়ে ফ্রেশ হয়ে নেই।তারপর কিছু সময় বিশ্রাম করি এবং ফেসবুক চালাই।তারপর আমি কিছু সময় বই নিয়ে পড়তে বসি।
ধন্যবাদ সবাইকে


হোস্টেল জীবন অনেক কঠিন একটা জীবন আবার অনেক সুখের জীবন ও বটে। মুড়ির মসলা গুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে,দেখে ভালো লাগলো এছাড়া অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনি।
JOIN WITH US ON DISCORD SERVER: