|| BETTERLIFE - THE DIARY GAME / 13-01-2022 // 30% - for @hive-138339
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আজকে আমি আপনাদের মাঝে আবার আমার আজকের দিনের ডাইরি শেয়ার করতে চলে এলাম।
আজকের ডাইরি
সকালের নাস্তায় দুধের ছানা দিয়ে পরোটা খাওয়া।
আজকে ঘুম থেকে উঠি ৫:৩০ টার দিকে। এর পর ফযরের নামাজ আদায় করি। তারপর কিছুক্ষণ বই পড়ি, তারপর আবার একটু ঘুমাই। ঘুম ভাঙতে ভঙতে প্রায় ৯:০০ তারপর ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠার পর ব্রাশ করে হাত-মুখ ধুয়ে বাজারের দিকে গেলাম বাজার করতে। বাজার শেষ করে আমি বাজারের ভিতরে একটি ছোট হোটেলে ঢুকে সকালের নাস্তা করি। সকালের নাস্তায় দুধের ছানা দিয়ে পরটা খাই এরপর নাস্তা শেষ করে হোটেল থেকে বের হয়ে বাজারের ব্যাগ নিয়ে ভ্যানে করে বাসায় চলে আসি।
দুপুরের দোকানের ফ্রিজ থেকে কোকাকোলা খাওয়া।
বাসায় এসে বাজারের ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে এরপর বাসা থেকে বের হয়ে এলাকার পাশে একটি ছোট চায়ের দোকানে দিকে যাই। দোকানে গিয়ে ফ্রিজ থেকে নরমাল একটি ছোট কোকাকোলা বের করে খাই।এরপর টাকা দিয়ে আমাদের এলাকার মাঠের দিকে যাই। সেখানে আমরা ক্রিকেট খেলি অনেকক্ষণ। ক্রিকেট খেলতে খেলতে এরপর দুপুর হয়ে এলে বাসার দিকে রওনা দেই। বাসায় এসে গোসল করি তারপর ওযু করে জোহরের নামাজ পড়তে মসজিদে যাই। মসজিদ থেকে নামাজ পরে বাসায় চলে আসি। এরপর দুপুরের খাবার খেয়ে বিছানায় শুয়ে পরি।
বিকেলে শীতের পিঠা খাওয়া।
বিকালে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ওযু করে এসে আসরের নামাজ আদায় করি। আসরের নামাজ আদায় করে দেখি মা একটি বাটিতে কিছু পিঠা খেতে দিয়েছে। পাশের বাসার এক আন্টির বাসা তেকে পিঠা দিয়েছিলো। এরপর পিঠা খেয়ে আবার বাইরে হাঁটতে চলে যাই। কিছুক্ষণ হাঁটার পর আবার বাসায় চলে আসি। পরে মাগরিবের আযান দিলে ওযু করে মসজিদে চলে যাই নামাজ আদায় করতে।
রাতে বন্ধুর সাথে দোকানে বসে আড্ডা দেই আর কয়েন চকলেট খাই।
মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাসার দিকে আসার সময় এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। এরপর বন্ধু সোহানুরের সাথে কিছুক্ষণ দোকানে বসে আড্ডা দেই। পরে দোকান থেকে বেরিয়ে কিছুক্ষন হেটে বাসায় চলে আসি। এর কিছুক্ষণ পর এশার আযান দিলে নামাজ পড়তে মসজিদে চলে যাই। নামাজ আদায় করে বাসায় চলে আসি। পরে রাতের খাবার খেয়ে কিছুক্ষন মোবাইলে গেম খেলি।
ধন্যবাদ সবাইকে।
All picture captured
| Smartphone | Realme C25s |
|---|---|
| Location | Parbatipur, Bangladesh |




দুধের ছানার ছবি দেখে খুব খেতে ইচ্ছে করছে, অনেক সুন্দর হয়েছে ছবি গুলা। অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন দেখে তো তাই মনে হচ্ছে।
JOIN WITH US ON DISCORD SERVER:
অনেক সুন্দর দিন অতিবাহিত করেছন। ভালো ডায়েরি লিখেছেন। খাবারগুলো মজার ছিল হয়তো।