The Diary Game || Sunday || 05 December 2021 || By @rifat3 || 30% to @hive-138339
05-01-2021
Sunday
Dhaka, Banglades
আসসালামুআলাইকুম
আমি @rifat3 আশাকরি আল্লাহ তা'আলার রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আমি আজ আমার সারাদিনের কর্মকান্ড ও কাজগুলো ডায়রি লিখার মাধ্যমে আপনাদের সামনে তুলেধরবো। আশা করি আমার আজকের ডাইরিটি পড়ে আপনাদের সবার ভালো লাগবে।
সকাল
আজকের সকালটি শুরু হয়ে মেঘাচ্ছন্ন আকাশ নিয়ে। আকাশে অনেক মেঘ জমে ছিলো। তবে বৃষ্টি ও হয়েছে তবে কিছুএকটা কম। সেই সাথে বাতাস ছিলো। চারদিকে শীতের হাওয়ার আগমন টা ও বুঝা গেছে। ঢাকাতে তেমন একটা শীত আগে ছিলোনা। তবে এখন কিছুটা শীতের অনুভূত হচ্ছে।
বাহারী কচু
সকালে প্রতিদিনের মতো হাতমুখ ধুয়ে নির্দিষ্ট টাইমে নাস্তা করে নেই। তেমন একটা কাজ নেই এখন আর। বাসায় অলস সময় কেটে যায়।
দুপুর ও বিকেল
গোল্ডেন মানি প্ল্যান্ট
মোবাইল হাতে অনেক সময় কাটে। তবে মোবাইলে নির্দিষ্ট কিছু কাজ থাকে। যাই হোক, এর মধ্যে যোহরের আজান দিয়ে দেয়। গোসল করে নেই। নামাজ আদায় করে কিছু সময় পবিত্র কোরআন তিলাওয়াত করে নেই। দুপুরে খাবার খেয়ে। কিছুটা সময় বিশ্রাম নেই। আবার মোবাইল হাতে বসে যাই। আছরের আজান দিয়ে দেয় এর মধ্যে অজু করে নামাজ আদায় করে নেই। আবার কিছু সময় কাজ করি।
সন্ধ্যা ও রাত
সন্ধ্যা বেলায় মাগরীবের নামাজ আদায় করে বাসার মধ্যে হাটাহাটি করি। এরপর নাস্তা করার জন্য চা নিলাম, সাথে ছিলো মুড়ি।
মুড়ি
তার কিছু সময় পরে নুডুলস রান্না করে আনে। নুডুলস খেয়ে নেই। এশার আজানের পরে অজু করে এশার নামাজ আদায় করি। নামাজ শেষ করে আবার মোবাইল হাতে নিয়ে বসি। গ্রামের বড়িতে মোবাইলে কল দিয়ে কথাবলি, কাজিনদের সাথে কথাবলি। এরপরে রাতের খাবার খাই। কিছুটা সময় পরে বিছানায় চলে যাই ঘুমানোর জন্য। এই খানেই একটা দিনের সমাপ্ত ঘটে।
ডাইরি গেমটি পড়ে অনেক ভালো লাগলো বিশেষ করে কচু পাতার ফুলটি অনেক সুন্দর ছিল
চমৎকার হয়েছে বাহারি কচুর ফটোটি ভাই ।আর দিন টি খুব ভাল কাটিয়েছেন ভাই।
প্রথমের ছবিটি কি রক্তিম কচু পাতা না।! ছবিটা অনেক ধরুন তুলেছেন। নুডুলস আমার ও অনেক পছন্দ। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাইরি শেয়ার করার জন্য।
খুব সুন্দর ডাইরি গেম ঝাল মুড়ি আমার বেশ পছন্দের
খুব সুন্দর করে আপনার দিনটি উপস্থাপন করেন, এর সাথে অনেক সুন্দর ফোটোগ্রাফি করেছেন
You had a beautiful day. Thanks for sharing