THE DIARY GAME ||05.08.2022||20% PAYOUT @STEEMIT-BD

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধরা,
শুভ সকাল! আজকে সকালে ঘুম থেকে ওঠে ব্রাশ করলাম। এরপর হাত মুখ ধৌত করি। হাত মুখ ধোয়ার পর সকালের নাস্তা করি। সকালের নাস্তা শেষে মুরগীর ফার্মের গিয়ে পানির পাত্র গুলো বাহির করলাম।এরপর পাত্র গুলো ভালো করে ধুয়ে নিয়ে পানি ভর্তি করে নিলাম। তারপর সব পাত্র মুরগীর ফার্মের ভিতরে সারিবদ্ধ ভাবে দিয়ে দেই।এরপর এক বস্তা ফিট সব পাত্রে দিয়ে দিলাম।এরপর সকাল ১০ টার সময় ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর আমি একটু আরাম করলাম। এরপর কাড়ি কেটে নিয়ে গরুগুলোকে খেতে দেই। তারপর বাজারে গিয়ে মুরগীর ফিট নিয়ে আসি।

IMG_20220805_112303.jpg

ফিট নিয়ে আসার পর সব ফিট ঘরের ভিতর ঢুকিয়ে রাখলাম।কাজ শেষে দুপুর হয়ে যায়।এরপর আমি গোসল করলাম। গোসল শেষ করে দুপুরের খাওয়া-দাওয়ার করি।খাওয়া-দাওয়ার পর শুয়ে শুয়ে নাটক দেখলাম।এরপর আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে বিকেল ৫টায় উঠি। তারপর আবারও মুরগীর ফার্মের গিয়ে একটু সময় পাড় করলাম।

IMG_20220806_184235.jpg

তারপর গরুর জন্য খড় নিয়ে আসি।এরপর আমি গরুগুলোকে পানি আর গুড়া দিয়ে দিলাম।তারপর মাগরিবের আযান দিয়ে দেয়।মাগরিবের আযান দিলে ফ্রেশ হয়ে নিলাম।এরপর বাজারে গেলাম।বাজারে যাওয়াটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। বাজারে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম।এরপর চায়ের দোকানে গিয়ে চা খেলাম আর আড্ডা দিলাম।তারপর বাসায় রওনা দিলাম। বাসায় এসে রাত ১০ টা বাজে। এরপর রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি।

IMG_20220806_194249.jpg

এই ছিল আমার আজকের সারাদিনের ডায়েরি। করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে আমরা সকলেই সর্তকতা অবলম্বন করব।

Regards,@riyan1020

Sort:  
 3 years ago 

আপনি ক্লাব৫০৫০ ট্যাগ ব্যবহার করবেন ক্লাব৭৫ ব্যবহার করবেন না। ক্লাব৭৫ দুই মাস পরে ব্যবহার করতে পারবেন।


Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

Thank you so much

সবগুলো ছবি চমৎকার হয়েছে।