বিজ্ঞান অভিশাপ নাকি আশীর্বাদ? | | ০৪-০৫-২০২২ | | by @saikat000

in Steem Bangladesh2 years ago (edited)

20% beneficiaries goes to @steemit-bd

আসসালামু আলাইকুম


আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত Science & Technology কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলোঃ

বিজ্ঞান অভিশাপ নয় আশীর্বাদ


science-1182713_1280.jpg
Source

সব কিছুরই একটা ভালো দিক থাকে আর একটা খারাপ দিক থাকে। তেমনি বিজ্ঞানেরও একটা ভালো দিক আছে আর অপরটি খারাপ। বিজ্ঞান একদিকে যেমন মানুষের উপকারে আসে তেমনি অপরদিক দিয়ে মানুষের ক্ষতিও করছে। বিজ্ঞানের এই ভালো খারাপ দিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং আলোচনার পরে তুলনামূলক একটা সিদ্ধান্ত যে বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ এই সম্পর্কে নিচে দেয়া হলো। তার আগে আমাদের সকলেরই জানা উচিত যে বিজ্ঞান কি?

বিজ্ঞান কি?


ইংরেজি ভাষার শব্দ Science এর বাংলা অনুবাদ হলো বিজ্ঞান। Science শব্দটি আবার এসেছে ল্যাটিন শব্দ Scientia থেকে যার অর্থ জ্ঞান। ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য তার সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞানভান্ডারের নাম বিজ্ঞান। অর্থাৎ কোনো কিছুর বিষয়ে বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে।

বিজ্ঞানের উপকারীতা


telemedicine-6166814_1280 (1).jpg
Source

বিজ্ঞানের আবিষ্কার মূলত মানবকল্যাণের জন্যই হয়েছে। বিজ্ঞান আমাদের জীবনকে অনেকটা সহজ করে দিয়েছে। আমরা জীবনে চলার পথে প্রতিটা ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার করে থাকি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যতো রকমের জিনিস ব্যবহার করে থাকি তার সবকিছুই বিজ্ঞানের আবিষ্কার। বিজ্ঞানের অভিনব আবিষ্কারের ফলে আজ যোগাযোগ ব্যবস্থা এতোটা উন্নত হয়েছে যে মানুষ এখন চাঁদে পর্যন্ত পা রেখেছে। কৃষিক্ষেত্রে বিজ্ঞান উন্নত জাতের বীজ আবিষ্কার করে ও রাসায়নিক সার আবিষ্কার করে অবদান রাখছে। চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান এতোটা অগ্রসর হয়েছে যে একজন ডাক্তার পৃথিবীর এক দেশে থেকে অন্য দেশের রোগীর চিকিৎসা করতে পারে। এই চিকিৎসা পদ্ধতির নাম হলো টেলিমেডিসিন। শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পড়ার বই, লেখার জন্য খাতা কলম সবই বিজ্ঞানের আবিষ্কার। তাছাড়া এখন ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস করা যায়। বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন আমরা আগে থেকেই জানতে পারি যে কোন দিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কোন দিন রোদ হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমরা ভালোভাবে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারি। বিজ্ঞানের এরকম আরো অনেক উপকারী দিক আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে।

বিজ্ঞানের অপকারীতা


space-shuttle-774_1280.jpg
Source

আমাদের মা-বাবা আমাদেরকে যেমন আদর করে তেমন শাসনও করে। ঠিক তেমনি বিজ্ঞান আমাদের যেমন উপকার করে তেমনি অপকারও করে। বিজ্ঞানের আবিষ্কার সব কলকারখানার বর্জ্য পরিবেশ দূষণ করছে। আগে মানুষ টাটকা খাবার খেয়ে অনেক বছর বাচতো কিন্তু এখন বিজ্ঞানের আবিষ্কার ফরমালিনের কারনে খাবার বিষাক্ত হয়ে যাচ্ছে ফলে মানুষ আগের তুলনায় অল্প বয়সেই মারা যায়। বৈজ্ঞানিক যন্ত্রগুলো আবিষ্কারের ফলে মানুষের সেগুলোর প্রতি আসক্তি সৃষ্টি হয়ে গেছে। যার ফলে হৃদরোগসহ নানা ধরনের রোগে ভূগছে মানুষ। যোগাযোগ ব্যবস্থায় উন্নতির কারনে এখন অনেকেই মোবাইল বা ল্যাপটপে আত্মীর সাথে যোগাযোগ করে। যার ফলে সজন প্রীতি দিন দিন কমে যাচ্ছে। বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো পারমানবিক বোম। যার ভয়াবহতা মানুষ ১৯৪৫ সালেই দেখেছে। সারা বিশ্বে বেশ কয়েকটি দেশ পারমানবিক শক্তির অধিকারী। যেটা মানব সভ্যতা ধ্বংস ও হুমকির মুখে ফেলে দিয়েছে।

বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ?


analysis-2030265_1280.webp
Source

মূলত মানবকল্যাণের জন্যই বিজ্ঞানের সৃষ্টি। তবে কিছু কিছু অসাদু মানুষ তাদের নিজেদের সামান্য কিছু সার্থ সিদ্ধির জন্য বিজ্ঞানকে খারাপভাবে ব্যবহার করছে। বিজ্ঞানের উপকারী অনেক দিক আছে যা এর অপকারী দিকগুলোর কাছে অতি নগন্য। আমাদের সবাইকে বিজ্ঞানের ভালো দিকগুলোকে গ্রহন ও ক্ষতিকর দিকগুলোকে বর্জন করতে হবে।তবেই বিজ্ঞান সুষম আশীর্বাদে পরিনত হবে। আমি মনে করি যে বিজ্ঞান অভিশাপ নয় বরং আশীর্বাদ। কেননা বিজ্ঞানের অগ্রগতির ফলেই আমরা আজ এতো উন্নত জীবনযাপন করতে পাচ্ছি, এতো সুযোগ-সুবিধা পাচ্ছি। বিজ্ঞান ছাড়া আমাদের জীবনের একটা মুহুর্তও চলে না। এটি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত।


এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @ab-rafi@geekpranee কে আমন্ত্রণ যানাচ্ছি।


ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর লিখেছেন, বিজ্ঞান আমাদের জীবনে আশীর্বাদ।

 2 years ago 

ধন্যবাদ

আপনার সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ

ধন্যবাদ

Your post has been successfully curated by our team via @pelon53 at 40%. Thank you for your committed efforts, we invite you to do more and keep posting high quality posts for a chance to win valuable upvotes from our team of curators and why not be selected for an additional upvote later this week in the Top Seven.


Note : You must enter the tag #fintech for your post to be reviewed.

 2 years ago 

Thank you😊

 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66027.93
ETH 3529.64
USDT 1.00
SBD 3.16