The Diary Game 3: || 14/09/2021 - Simple day || 2% beneficiaries @bd-charity ||
আসসালামুআলাইকুম সবাই,আশা করছি আপনারা সবাই ভালো আছেন।আমি ভালো আছি।স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী ডায়েরী গেইম বা টাউন টেন পিকস প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
আজকে আমি আপনাদের সাথে আমার ডায়েরী গেইম শেয়ার করতে যাচ্ছি।আমার ডায়েরী পোস্টটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে আশা করি।
সকাল
প্রতিদিনের মতো আজকেও ব্যতিক্রম হয়নি।ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ১০:৩০ টার মতো বেজে গেছিল।তারপর উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই।তারপর দেখলাম মা কি যেন রান্না করছে।নাকে গন্ধটা চলে আসছিলো।তারপর দেখি গরুর মাংসের তেহেরী রান্না করছে।দেখেই খেতে ইচ্ছে করছিল।আমার অনেক প্রিয় তেহেরী।রান্না হয়ে গেলে তারপর তেহেরী খেয়ে সকাল পার করে দিলাম।
দুপুর
আযান দেওয়ার ঠিক আগমুহুর্তে গোসলের কাজ সেরে নিলাম।তারপর মসজিদ থেকে নামাজ পড়ে এসে ল্যাপটপ নিয়ে বসলাম।কিছু আনুষঙ্গিক কাজ ছিল সেগুলো সেরে নিলাম।তারপর দুপুরের খাবারে আবার সকালের তেহেরী রান্না করা রেসিপি খেলাম।খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিলাম।তারপর বিছানায় শরীর লাগাতেই ঘুম চলে আসলে।ঘুমিয়ে নিলাম ১-২ ঘন্টার মতো।
বিকাল
তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম।কিছুক্ষণ বাহিরে হাটাহাটি করলাম।বন্ধুর ফোন আসছিলো, তখন তার সাথে হাটাহাটি করতে বাহিরে গেলাম।আজকে আমাদের দিকে অনেক গরম ছিল।গোধূলীর পূর্বে আকাশটা শান্ত ছিল।তখন সময়টা উপভোগ করে বাসায় চলে আসলাম।
রাত
তারপর সন্ধ্যা থেকে ল্যাপটপ নিয়ে বসে পড়লাম।পাচবার চেষ্টা করার পরে অনেক কষ্ট করে একটা কাজ শেষ করলাম।তারপর মাথা কেমন জানি লাগতেছিল।সেজন্য চা বানিয়ে খেলাম।তারপর দেখতে দেখতে রাত গভীর হয়ে গেলো এদিকে ঘড়ির দিকে খেয়াল করিনাই।তারপর আনুমানিক ১ঃ৩০ টার দিকে ঘুমিয়ে গেলাম।
এসব করেই মূলত দিন পার হয়।আশা করি আপনারা আমার ডায়েরীটা পড়বেন।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।