1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 19/08/2020 busy day Lunch at the restaurant.

in Steem Bangladesh4 years ago (edited)

"আসসালামু আলাইকুম "কেমন আছেন সবাই! আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন অভিজ্ঞতার ভিত্তিতে পোস্ট করছি কারন আজকে অনেক দিনপরে ঘুরতে বের হয়েছিলাম সাথে আমার দুই ভাতিজী ছিল। আমি ওদেরকে অনেক দিন ধরেই বলছিলাম কোথাও ঘুরতে নিয়ে যাবো! আজকে সময় বের করে দুই জনকে নিয়ে বেরিয়ে পরলাম আর তাই নতুন অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরলাম STEEMIT এর মাধ্যমে।
আজকে দুপুরে আমি আমার দুই ভাতিজি কে নিয়ে গিয়েছিলাম ঘুরতে। ঢাকার নিউমার্কেট এলাকার গ্রীনরোড সড়কের গ্রীনহাউজরেস্টুরেন্টে। আমি রেস্টুরেন্টেটি একটি ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখেছিলাম। আমাকে খুব ভালো লেগেছে। তাই আমারও সেখানে যেতে খুব ইচ্ছে হয়। তাই আজকে সময় বের করে সেখানে যাই। রেস্টুরেন্টে গিয়ে আমি অনেক মুগ্ধ হয়েছি।
IMG_20200820_000732.jpg

IMG_20200820_001201.jpg
রেস্তোরাঁটি
অনেক চমৎকার ছিল এবং সুন্দর ছিল। প্রবেশের সময় মাঝখানে একটি জায়গায় মনমুগ্ধকর করা একটি ঝর্ণা ছিল যা সবাইকে আকর্ষণ করেছিল।
IMG_20200820_001340.jpg

পানির ঝর্ণা দেখতে খুবই প্রাকৃতিক লাগছিলো।
এবং রেস্টুরেন্টি খুব প্রাকৃতিক সৌন্দর্য ভাবে সুন্দর করে সাজানো এবং মনোরম পরিবেশে ভরপুর করার জন্য এই ঝরনাটি খুব কার্যকারী ভাবে মানুষের মনে জায়গা করে নেয়। মনোরম পরিবেশ রেস্টুরেন্টটির। সবুজের সমারোহে বিস্তৃত ছিল। রেস্টুরেন্টে ঢুকে আমরা প্রথমে অনেক জায়গায় ছবি তুলে কারণ রেস্টুরেন্টে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রেস্টুরেন্টের এক কোনায় বারবিকিউ
IMG_20200820_001359.jpg
এর জন্য একটি কর্নার ছিল। রেস্টুরেন্টের ভিতরে
অনেক গাছ ছিল। রেস্টুরেন্টে সবুজে ঘেরা হরেক রকমের গাছ,ঘাস আর ফুল দিয়ে ভরপুর ছিল। রেস্টুরেন্টের পরিবেশ অনেক মনমুগ্ধকর করা। রেস্টুরেন্টে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করি এবং ছবি তুলি। তারপরে আমি আমার ভাতিজিকে ডেকে নিয়ে খেতে বসি। আমরা অর্ডার করি গ্রীন হাউস রেস্টুরেন্টের বিখ্যাত এবং সেখানকার সেরা কাচ্চিবিরিয়ানি
IMG_20200818_195713.jpg

IMG_20200818_203333.jpg

IMG_20200818_202548.jpg
সবজি এবং চিকেন ফ্রাই। রেস্টুরেন্ট এর সবচেয়ে ভালো লেগেছিল পরিবেশটা। আমার বিরানি অনেক পছন্দ তাই আমি খুব মজা করে খাওয়া করি। খাওয়া গুলো অনেক সুস্বাদু ছিলো। আমি রেস্টুরেন্টে না গেলে বুঝতে পারতাম না যে রেস্টুরেন্টা এত সুন্দর এবং মনোরম পরিবেশে ঘেরা। আমাকে ভালো লেগেছে। আমার দুই ভাতিজি ও সেখানে গিয়ে অনেক খুশি হয়েছে। এবং তারা আনন্দিত আমাকে রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো লেগেছে।কারণ সবুজের সমারোহে ঘেরা রেস্টুডেন্ট আমাকে মনে হচ্ছিল যে আমি একটি বাগানের ভিতর বসে আছি। রেস্টুরেন্টটা গাছ দিয়ে সাজানোর জন্য অনেক সজীবতা প্রকাশ হয়েছে। পরিবেশ, খাবার সব মিলিয়ে ভালোই ছিল। সেখানে একটি বড়
মাছেরএকুরিয়াম ছিল।
IMG_20200820_001143.jpg
যেটি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছিল। আমার ভাতিজি দুইজন সেখানে গিয়ে মজা করেছে। মাছের একুরিয়ামের
ভিতর অনেক রকমের মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো। আমার ভাতিজিরা অনেক আনন্দিত হয়েছে মাছগুলো দেখে। খুব সুন্দর ছিলো সব গুলো মাছ। অন্যরকম সুন্দর লাগছিলো। যেগুলো মাছ সচরাচর দেখা যায় না!!! মাছগুলো সুন্দর করে খেলা করছিলো মনে হচ্ছিল। এই মাছের একুরিয়ামের জন্য রেস্টুরেন্টির পপরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছিল। আমি রেস্টুরেন্টে গিয়ে অনেক খুশি হয়েছি। আজকে এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  

অনেক ভালো লিখেছেন,মনে হলো কোন রেস্টুরেন্টে এর ব্লক করছেন আপনি..

ধন্যবাদ ভাই সত্যি বলতে রেস্ট্রেনট অনেক ভাল ছিল তো তার প্রশংসা না করে পারলাম না।

 4 years ago 

You may have mistyped the date And you are writing less than 300 words. You can edit the post and add some more words And fix the date.

try to use more word . and be regular . its help you get reward otherwise you me miss ..

Be active and connect with us .

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69033.32
ETH 3748.46
USDT 1.00
SBD 3.67