Sort:  

দুজনের থেকে কয়েক কদম অতিক্রম করেই বায়ুর চাপ আর আটকিয়ে রাখতে পারি নিই। আসলে বলেন তো বুয়ু কি আটকিয়ে রাখা যায়। মিথ্যা আর বায়ু কখনো আটকিয়ে রাখা যায় না। অদ্ভুদ বিকট শব্দে বেরিয়ে আসলো। তারা দুজনেই নাক ছিটকিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমার ছোট্ট ভাতিজা বাজারের হাড্ডি সালমান শব্দ শুনেই সে কি অট্টহাসি তার হাসি শুনে কেউ আর চুপ থাকতে পারে নিই। সবাই অট্টহাসি শুরু। মহা বিপদ আমিও মৃদু হেসে সোজা ওয়াস রুমের দিকে।
Please read carefully.......

 5 years ago 

বায়ু ত্যাগ করার জন্য ঘুম থেকে কেউ উঠে আগে কখনো শুনিনি।
By the way nice post.

হা হা হা। ভাই ভালো করে পড়েন। এইখানে শুধু বায়ু ত্যাখের বিষয় না। ইমার্জেন্সি কল আসছিল।

আপনাকেও ধন্যবাদ ভাই।