Natural 10 pics of my village || Sailady|| Ordinary but Beautiful

in Steem Bangladesh4 years ago

Assalamu Alaikum,

I am @sr-adnan. How are you all? I hope you are well by the grace of ALLAH.

  • I am from #bangladesh
  • Today is Wednesday
  • Dated: 24 March 2021

In the midst of the green, one has to blend in with the village environment to spend one's mind. I have taken some pictures today that will make your mind happy.


Photo-01

1.jpg

  • what3words location: https://w3w.co/songbirds.running.thousands
  • পেঁয়াজ ফুল। পেঁয়াজ গাছে এমন ফুল হয়। ফুল থেকে বীজ হয়। এই পেঁয়াজ ফুলের ডাটা সবজি হিসেবে খাওয়া যায়। আমাদের জমি থেকে এই পেঁয়াজ ফুলের সুন্দর ছবিটি তুলেছি।


Photo-02

2.jpg

  • what3words location: https://w3w.co/ogre.twitches.bullion
  • ভুট্টা গাছের ফুল। ভুট্টা গাছে ফুল হওয়ার সময় এমন দেখা যায়। সরাসরি দেখলে অনেক সুন্দর লাগে দেখতে। আমাদের জমির পাশের জমি থেকে এই ছবিটি তুলেছি।


Photo-03

3.jpg

  • what3words location: https://w3w.co/panoramic.overhead.straddled
  • শিয়ালমতি ফুল গাছ। আমাদের এলাকায় এই গাছকে শিয়ালমতি গাছ বলা হয়। দেখতে সুন্দর তবে তেমন কোন কাজে লাগে না এই গাছ। সকালে শিশির ভেজা এই গাছটি ভালো লেগেছে তাই ছবিটি তুলেছিলাম।


Photo-04

4.jpg

  • what3words location: https://w3w.co/urge.chefs.mainframe
  • আমাদের সবুজ ধানের জমি। এখন ধান এর ফুল বের হওয়ার সময়। কিছুদিনের মধ্যেই ধান হবে। সবুজ ধানের জমি দেখতে গ্রামের শান্ত পরিবেশে অনেক ভালো লাগে।


Photo-05

5.jpg

  • what3words location: https://w3w.co/skirting.earl.ledge
  • মুরগি এবং ছোট মুরগির বাচ্চা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। যাতে প্রাকৃতিক পরিবেশে বিপদে পড়তে না হয় এই জন্য বন্দি করে খাঁচায় রাখা হয়েছে। আমাদের বাড়ি থেকেই এই ছবিটি তুলেছি।
    hr>

Photo-06

6.jpg

  • what3words location: https://w3w.co/rainbow.overhear.finger
  • আমাদের গাছে এখন এমন ছোট ছোট কাঁঠাল দেখা যায়। কিছুদিন পরে কাঁঠাল বড় হয়ে পাকঁবে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল খেতে অনেক মজা। ফলের মধ্যে সবচেয়ে বড় ফল হল কাঁঠাল।


Photo-07

7.jpg

  • what3words location: https://w3w.co/sprains.sandpaper.brimmed
  • সবুজ ঘাসের উপরে শিশির ফোঁটা। দেখতে মনে হয় মুক্তার দানা। সূর্যের আলোতে ঝলমল করে। সকালে রাস্তার পাশে এমন দৃশ্য দেখে ছবিটি তুলেছি।


Photo-08

8.jpg

  • what3words location: https://w3w.co/cuts.digests.mysteries
  • বেগুন গাছ। গাছে ফুল ধরেছে। ধান ক্ষেতের পাশে একজন বেগুন চাষ করেছে। ছবিটি আমাদের জমির পাশে থেকে তুলেছি।


Photo-09

9.jpg

  • what3words location: https://w3w.co/shuffles.mango.broke
  • লাল গোলাপ ফুল। সবারই প্রথম পছন্দ লাল গোলাপ। আমাদের কাকার বাড়িতে এমন লাল গোলাপ ফুল গাছ রয়েছে। কাকার বাড়িতে বেড়াতে গিয়ে এই ছবিটি তুলেছিলাম।


Photo-10

10.jpg

  • what3words location: https://w3w.co/should.purely.hence
  • মিষ্টি কুমড়ার ফুল। আমাদের জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছে। জমিতে মিষ্টি কুমড়ার ফুল ধরেছে। কয়েকটি মিষ্টি কুমড়া হয়েছে। খেতে অনেক টেস্ট।

sr-adnan linE.jpg

Cc: @steemcurator01
@booming01

Thanks everyone for reading this post.


Thanks
@sr-adnan

sr-adnan linE.jpg