Announcement

in Steem Bangladesh5 years ago (edited)

Polish_20210328_110540007.jpg

স্টীম-বাংলাদেশ কমিউনিটি পক্ষ থেকে সকলকে স্বাগতম



  • স্টীম-বাংলাদেশ কমিউনিটির কন্টেস্টে যারা পার্টিসিপ্যান্ট করবেন। অবশ্যই সবাই রুলস গুলো দেখে নিবেন৷ কারণ প্রতিদিন কিন্তু একই রুলস থাকবে না। প্রতিদিন এর কন্টেস্টের পোস্ট আপনাদের দেখে নিতে হবে৷ এবং ঐ অনুযায়ী পোস্ট করতে হবে।

  • যে ব্যক্তি রুলস ফলো করবেন না৷ তার এন্ট্রি বাতিল করা হবে।

  • সাবধানতার সাথে পোস্ট করবেন৷ 20% এর উপর কপি করে পোস্ট করলে সারাজীবনের জন্য ব্যান করা হবে।

  • একাধিক একাউন্ট ব্যবহারকারীরা সাবধান হয়ে যান৷ কতৃপক্ষের কাছে ধরা খাইলে ডায়রেক্ট ব্যান হয়ে যাবেন।

  • আমাদের রুলস প্রতি নিয়ত চেঞ্জ হতে পারে৷ তাই অবশ্যই প্রতিদিন এর কন্টেস্ট এর পিন পোস্টটি ভালোভাবে লক্ষ্য করবেন। এটা আপনার দায়িত্ব। আপনি আপনার দায়িত্ব পালন না করলে কতৃপক্ষ কোন দায় ভার বহন করবে না।



সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ

Sort:  
 5 years ago 

Thanks very good idea.

Thanks for announcement!

Important post.

ভাই আমি তো নতুন আপনার কমিউনিটি তে।
কি কি রুলস পালন করা লাগবে আমাকে।? আর আমি যদি ভয়েস টাইপিং দিয়ে লিখি তাহলে কি কোন সমস্যা হবে। নতুন হিসেবে কোন তথ্য দিয়ে যান ভাই অবশ্যই
@ @steem-bangladesh