How to add another account as a benificiaery

in Steem Bangladesh3 years ago (edited)

আমাদের কমিউনিটির অনেকেই জানেন না কিভাবে পোস্টে বেনিফিসিয়ারি Add করতে হয়। তাই কিভাবে বেনিফিসিয়ারি Add করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব।


  • প্রথমে steem-bangladesh কমিউনিটিতে আসুন।

Screenshot_20210411-121454_Chrome.jpg



  • কমিউনিটিতে আসার পর পোস্ট অপশন সিলেক্ট করুন।

iMarkup_20210411_124449.jpg



  • পোস্ট অপশন সিলেক্ট করার পর আপনাদের সামনে পোস্ট লেখার/ পোস্ট তৈরি করার অপশন আসবে। আপনার পোস্টটি লেখা হয়ে গেলে নিচে Advanced Setting অপশন সিলেক্ট করুন।

iMarkup_20210411_122452.jpg



  • Advanced Setting এ আসার পর আপনি Add Account
    অপশন পাবেন, অপশনটি সিলেক্ট করুন।

iMarkup_20210411_124620.jpg



  • Add Account অপশন সিলেক্ট করলে একটি ফাঁকা ঘর আসবে, ফাঁকা ঘরটিতে আপনি যার নামে বেনিফিসিয়ারি দিতে চান তার ইউজার নেমটি লেখুন। আমি steem-bangladesh কমিউনিটিতে বেনিফিসিয়ারি দিতে চাই তাই আমি steem-bangladesh ইউজার নেমটি লিখেছি।

iMarkup_20210411_125319.jpg

iMarkup_20210411_124905.jpg



  • ইউজার নেম লেখার পর বাম পাশের ফাঁকা ঘরটিতে পার্সেন্টেজ add করতে হবে। যেমন - আমি steem-bngladesh কমিউনিটিতে ১০ পার্সেন্ট বেনিফিসিয়ারি দিতে চাই, তাই আম 10 লেখেছি।

iMarkup_20210411_125513.jpg



  • ইউজার নেম এবং পার্সেন্টেজ ঠিক আছে কিনা তা চেক করার পর Save দিন। Save দেয়ার পর চেক করে দেখুন আপনার পোস্টের নিচে "Beneficiaries: 1 set" লেখাটি show করবে।

iMarkup_20210411_152856.jpg


এভাবে বেনিফিসিয়ারি Add করতে হয়।

cc: @steemitblog, @steemcurator01

ধন্যবাদ।

Sort:  

ধন্যবাদ ভাই, ভালো একটি জিনিস শেয়ার করেছেন 🙂👍

 3 years ago 

নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ।

এটা যদি করতে না পারি তাহলে কি কোন সমস্যা হবে

 3 years ago 

টপপোস্ট এ কনটেস্ট এর সময় বেনিফিশিয়ারি দিতে হয়। তাই এটা শিখে রাখেন৷ যদি কখনও অংশগ্রহন করেন তাহলে কাজে লাগবে৷

@toufiq777 Ami Korte sai but aponi to amake Kono bhabey Kisu boltesen na onek gula post korsi but reply painai so sad

থ্যাংকস ভাইয়া।। শিখলাম।। এখন থেকে ইউজ করতে পারবো ইনশাআল্লাহ।।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62983.95
ETH 2962.52
USDT 1.00
SBD 3.58