1000 DAYS OF STEEM:_The Diary Game - 04/09/2020

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকের সকালটা অনেক সুন্দর ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, সকাল এর নাস্তা করে নিলাম। মেঘলা, মেঘ যেন আকাশের বুকে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ সকাল 9 টার দিকে জোর হাওয়া বইতে লাগল এবং একটানা বৃষ্টি শুরু হলো। আসলে বৃষ্টির দিন তো অনেক সুন্দর মনের ভিতর অন্যরকম এক অনুভুতির সৃষ্টি হয়েছে।
আমি আমার কাজের দিকে মনোযোগী হলাম কারণ আমাকে তো আমার প্রতিদিনকার কাজ করতে হবে এটা আমার ফ্যাশন এবং আমি আমার একটা ক্লাইন্ট জন্য একটি লোগো তৈরি করার করতে ব্যস্ত হয়ে পড়লাম প্রায় একঘন্টা পরে কাজ করে ক্লাইন্ট দেখালাম।অনেক সহজভাবে আমার কাজটি সম্পূর্ণ হলো।

আমি প্রায় প্রতিদিন নিউস পেপার পড়ি কারণ এতে দেশের সব খবর জানা যায়। আমি খেলে ধুলা ,রাজনীতি ,মেগাজিন নিউস গুলো একটু বেশি পড়ি। নিউস পেপার পড়ার ফলে আমি প্রায় অনেক কিছু জানতে পেরেছি ও অনেক কিছু জানার চেষ্টা করছি।
সময় এখন ঘড়িতে 12:30 বাজে আমি ঘর থেকে বের হয়ে গোসল করতে গেলাম, গোসল করে নামাজ পড়তে গেলাম এবং নামাজ পড়ে এসে খাইতে বসলাম। আজকে অনেক রুচিশীল খাবার রান্না করা হয়েছে, যা মধ্যে আমার প্রিয় খাবার রয়েছে।যেমন:
- নদীর ছোট মাছ
- ডাল
পরিবারের সকলে একত্রিত হয়ে দুপুরের খাওয়া শেষ করলাম এবং খাওয়া শেষে আমি একটু বিশ্রামের করে নিলাম।
সময় এখন তিনটা বাজে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসলাম এবং আমার প্রতিদিনকার রুটিন অনুযায়ী আমি পড়তে শুরু করলাম প্রায় একঘন্টা আমি পড়লাম।আজকে শরীরটা তেমন ভালো ন।। তাই বাড়ি থেকে বের হয়ে, প্রকৃতি দেখতে লাগলাম।চারদিকে স স করে বাতাস বইতাছে। হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল।আমি আবার বাড়িতে ফিরে আসলাম।


আমরা সমস্ত বন্ধু একটু হাটাহাটি করলাম আজকের আকাশটা খুব সুন্দর ছিল। আমরা সবাই মিলে হাটাহাটি করলাম এবং আকাশের দিকে তাকিয়ে তাকাতেই মনে হচ্ছিল যেন সূর্যের আলো আর আকাশের মেঘ একত্রিত হয়ে খেলা করছে।যাইহোক সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফিরলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম খাবার শেষ করে পড়ার টেবিলে বসলাম কিছুক্ষণ পড়াশোনা করলাম, রাত ৯টা পর্যন্ত হাতের সব কাজ শেষ করে পোস্ট লেখতে শুরু করলাম।প্রায় ১ ঘন্টা লেখার পরে আজকে পোস্ট লেখা সমপূর্ণ হলো।
Have a good day @Steemcurator01 @steemitblog Thank you for your continuous support.

You have presented your post in a very beautiful way.I hope you have a good day by the grace of God.I hope you will get good support by posting like this.I hope you will vote for @steemcurator01 in your post soon.
Thank you for taking part in The Diary Game on Steem.
And thank you for setting your post to 100% Powerup.
Keep following @steemitblog for the latest updates.
The Steemit Team
Thank You so much.