THE DIARY GAME 25-09-2020 todays my diary
আমি আমার কাজের দিকে মনোযোগী হলাম কারণ আমাকে তো আমার প্রতিদিনকার কাজ করতে হবে এটা আমার ফ্যাশন এবং আমি আমার একটা ক্লাইন্ট জন্য একটি লোগো তৈরি করার করতে ব্যস্ত হয়ে পড়লাম প্রায় একঘন্টা পরে কাজ করে ক্লাইন্ট দেখালাম।অনেক সহজভাবে আমার কাজটি সম্পূর্ণ হলো।

Symphony click: Flower Photo Location : Belkuchi, Sirajganj. 7MJM+FJ Belkuchi
সময় এখন ঘড়িতে 12:30 বাজে আমি ঘর থেকে বের হয়ে গোসল করতে গেলাম, গোসল করে নামাজ পড়তে গেলাম এবং নামাজ পড়ে এসে খাইতে বসলাম। আজকে অনেক রুচিশীল খাবার রান্না করা হয়েছে, যা মধ্যে আমার প্রিয় খাবার রয়েছে।যেমন:
মুরগির মাংস
নদীর ছোট মাছ
ডাল
গরুর মাংস
পরিবারের সকলে একত্রিত হয়ে দুপুরের খাওয়া শেষ করলাম এবং খাওয়া শেষে আমি একটু বিশ্রামের করে নিলাম।
সময় এখন তিনটা বাজে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসলাম এবং আমার প্রতিদিনকার রুটিন অনুযায়ী আমি পড়তে শুরু করলাম প্রায় একঘন্টা আমি পড়লাম।আজকে শরীরটা তেমন ভালো ন।। তাই বাড়ি থেকে বের হয়ে, প্রকৃতি দেখতে লাগলাম।চারদিকে স স করে বাতাস বইতাছে। হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল।আমি আবার বাড়িতে ফিরে আসলাম।

Symphony click: Sky Photo Location : Belkuchi, Sirajganj. 7MJM+FJ Belkuchi

Symphony click: flowes photo Location : Belkuchi, Sirajganj. 7MJM+FJ Belkuchi
বিকাল বেলায় বন্ধুদের সাথে ভ্রমণ এর বের হলাম। আমাদের এলাকার চারপাশে পরিবেশ উপভোগ করলাম। সব বন্ধু এক সাথে হয়ে মজার মজার সব টিপস ও কি করলে লাইফ আরো ভালো কিছু করা যায়।কোন বন্ধুর ফিউচার প্ল্যান কি সেই সব বিষয় কথা বলতে বললাম। আসলে লাইফ নিয়ে ভাবতে অনেক ভালো লাগে। দিন শেষ আবার বাড়িতে চলে আসলাম। যাইহোক আজকের দিনটি আমার কাছে অত্যন্ত দারুণ কেটেছে, সব মিলিয়ে উপভোগ করার মতোই ছিল।বাড়িতে আসে এই পোস্ট লিখতে বসলাম কিছু আমি তেমন লেখা লেখির কাজ করি না আর জন্য এই পোস্ট তা লিখতে আমার অনেক সময় দিতে হয়েছে।
I would like to mention all the steem team members @steamcurator01 @steamcurator07 @steamcurator03
From #Bangladesh
All rewards for this post will be 100% power up.
kind Regards
@asad44
great post brother. your post awesome. I hope this post support @steemcurator01. Thanks for your sharing your diary game post. have a nice day.
Thank you for taking part in The Diary Game on Steem.
Sorry we missed the voting window on this post. An extra vote will be added to your next Diary Game post.
Keep following @steemitblog for the latest updates.
The Steemit Team