1000 DAYS OF STEEM:_The Diary Game - 1/09/2020 (Rainy days)

in Bangladeshi Steemian4 years ago

শুভ সকাল

আসসালামু আলাইকুম!!

আপনারা সবাই কেমন আছেন??

আশা করি ভালো আছেন।।

আমি আল্লাহর রহমতে অনেক ভাল আছি।

আজকের সকালটা অনেক সুন্দর। সুন্দর বলছি কারণ আজ সকালে অন্যন্য দিনের মতোই রোদ উঠেছে। ছয়টার সময় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, সকাল এর নাস্তা করে নিলাম। নাস্তা টা করলাম সিদ্ধ ডিম দিয়ে।

তার পর পড়তে বসলাম টানা ২ ঘন্টা পড়লাম। তারপর গোসুল করে নিলাম। সকাল ৮ঃ৪৫ এর দিকে মা আমাদের সবাইকে খেতে দিল। সকালের খাবার ছিল

  • ভাত
    *আলু ভর্তা
  • ডাউল।

যা নিতান্তই বাঙালি খাবার। সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম শোরুমে। আমি আর আমার ভাই। শোরুম খুলে পরিষ্কার কেরে শোরুমে বসলাম। আজ শোরুমে ছিলাম দুপুর পর্যন্ত। এই সময়ের মধ্য কিছু পন্য বিক্রি করলাম আমরা। সকাল ১১ঃ৪৫ এর দিকে বাবা শোরুমে আসল তার পর বাবা আমাকে আর ভাইকে বাসায় পাঠিয়ে দিল দুপুরের খাওয়ার জন্য। আমরা একটু দেরি করে ১২ঃ৩০ এর দিকে বাশার উদ্দেশ্য শোরুম থেকে বের হলাম।
শোরুম থেকে বের হয়ে একটু অবাক হলাম। কারণ এসময় আকাশে রোদ খখ করার কথা কিন্তু দেখে তা মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে গেছে।
IMG_20200901_125418_8.jpg

এ অবস্থা দেখে আর রাস্তায় দেরি না করে দূত বাসায় চলে আসলাম।

দুপুর বেলা...


বাসায় এসে ফ্রেশ হলাম। তার পর দুপুরের খাবার খাওয়ার জন্য প্রস্তুত করলাম সব। আজকে অনেক রুচিশীল খাবার রান্না করা হয়েছে, যা মধ্যে আমার প্রিয় খাবার রয়েছে।যেমন:

*মুরগির মাংস
*নদীর ঈলিশ
*ডাল

পরিবারের সকলে একত্রিত হয়ে দুপুরের খাওয়া শেষ করলাম এবং খাওয়া শেষে আমি দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। প্রকৃতি অনেক শিতল হয়েছে। তাই অনেক ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে পড়লা।এবং ঘুম থেকে উঠলাম সন্ধ্যা ৬ঃ১৫ দিকে। উঠে আছর মাগরিব নামাজ আদায় করলাম।এর মধ্যে বৃষ্টি থেমে গেছে।

রাত

তারপর সন্ধ্যা ৭ টার সময় চলে গেলাম মার্কেটে আমার ভাগ্নি এর জন্য খেলনা কেনার জন্য।
IMG_20200901_194722_5.jpg
খেলনা কিনে বাসায় এসে আর পড়তে বসলাম না। না বসে মোবাইল নিয়ে গেম খেলতে লাগলাম
Screenshot_20200901-194853.png
আমার প্রিয় খেলা। খেলা শেষ করে আবার facebook ব্যবহার করলাম।
Screenshot_20200901-194954~2.png
তার পর রাত ৯ টার দিকে সবাই বাসায় আসলাম। সবাই সবার মতো ফ্রেশ হলো এবং সবাই খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত ১০ঃ৩০ বেজে গেল তারপর সবাই মিলে গল্প গুজব করলাম। গল্প করতে করতে কখন রাত ১১ঃ৫০ বেজে গেছে তা খেয়াল করি নাই। বিছানা আগে থেকে ঠিক করা ছিল বিধায় শুয়ে পড়লাম। আর কিছুক্ষনের মধ্যে আশা করি ঘুমিয়ে পড়ব।

This was my diary.
Many thanks for reading my diary and endless love Especially thanks @steemitblog
@steemcuretor01 and
@steemcuretor03
With their support we can share our diary. I hope I get their support all the time.

শুভ রাত্রি....