ভ্রমণ কাহিনি, নিকলি হাওর, কিশোরগঞ্জ - The Diarygame by @shimanto322
ভ্রমণ কাহিনি
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আজ আমি আপনাদের সাথে একটি ভ্রমণ কাহিনি শেয়ার করব।আমাদের ভ্রমণ গন্তব্য স্থানের নাম নিকলি হাওর, কিশোরগঞ্জ।
আমরা ভোর ৪.৩০ মিনিটে ধানবাড়ি তিতাস পেট্রোল পাম্প থেকে নিকলি উদ্দেশ্য রওনা হই।
আমরা সকাল ৭.১৫ মিনিটে ময়মনসিংহের সারিন্দা হোটেলে সকাল এর খাবার এর বিরতি নেই।এই ভ্রমণে আমার বাইক এর পাটনা'র ছিল আমার বড় ভাই আবির ভাই। এই ভ্রমণে আর ১০ জন ভ্রমণ সঙ্গী ।
আমরা সকাল ৯.২০ মিনিটে নিকলিতে পৌছাই । আমরা একটি নৌকা ভাড়া করি তাতে আমাদের বাইক গুলো তুলে আমরা অষ্টগ্রামের ও মিঠামইন উদ্দেশ্যে রওনা হই ।
আমরা অষ্টগ্রামে একটি মাছের হোটেলে দুপুরের খাবার খাই।
তারপর আমরা মিঠামইনে উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হই।অষ্টগ্রামের ও মিঠামইন দেখা শেষ করে আমরা নৌকা নিয়ে ছাতি চর এর উদ্দেশ্যে রওনা হই।আমরা ছাতি চরে গোসল করি। তারপর আমরা নিকলীর উদ্দেশ্যে রওনা হই।
তারপর আমরা ধনবাড়ির উদ্দেশ্যে ৬.৩০ মিনিটে রওনা হই।
১২.৪৫ মিনিটে ধনবাড়ী পৌছাই। তারপর লিটনের হোটেলে খাওয়া-দাওয়া করে সবাই বাড়ি চলে যাই।
এই ছিল আমার একদিনের ভ্রমণ কাহিনী আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে।সকল স্টিমিয়ান বন্ধুদের শুভ কামনা করে আজকের পোস্ট লেখা শেষ করছি।ধন্যবাদ সবাইক। আল্লাহ হাফেজ।
Hello @shimanto322,
Welcome to the Steemit Nursery family! We are pleased to onboard you as a #Alumni in our community.
Have a pleasant stay in Steemit Nursery Community, Thank you! 💐
Best regards,
Steemit Nursery Team
#affable
This post has been selected for 500SP Minnow Support Program and will be support by Booming Curation Support. For more details about this program please check this post 500SP Minnow Support Program for Newcomers(Revised Edition) updated on 24/5/2021 Please remember to attach your Achievement 1 post link on every post you publish at Steemit Nursery Community