Bengali poem ; অক্ষর

in Beauty of Creativity3 years ago

images.jpeg

Source

ভিড় ঠেলতে ঠেলতে কিছু কাঁকড়া এগিয়ে
আসে খোলা চুলের দিকে
বড় এলোমেলো হয়ে গেছে ঘর
ফাঁকা ব্যালকনি
রোদ গেছে ফুরিয়ে
আমাকেও নিয়ে নিতে পারে সমুদ্র
আরো কিছুটা একলা হলে
দুঃখ বলতে ঐ বাচ্চা গুলো এখনো খালি গায়
পেটে ভাত পরে না রোজ
আমাকে কুঁড়ে কুঁড়ে খায় বিষণ্নতা ওদের
কেমন করে খাই
এখনো যে ওরা অক্ষর চেনে না।

@greenphotoman