খাঁচা থেকে স্বাধীন ভাবে পাখি বের হওয়ার দৃশ্য অংকন।..
আসসালামু আলাইকুম,,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটা সুন্দর ড্রইং শেয়ার করব। চলুন শুরু করি-
খাঁচা থেকে স্বাধীন ভাবে পাখি বের হওয়ার দৃশ্য অংকন।
উপকরণ- |
---|
১. ড্রইং পেপার। |
২. পেন্সিল ২বি এবং ৬ বি |
৩. বিভিন্ন ধরনের কালার। |
৪. টেপ। |
৫. আর্ট বোর্ড। |
ধাপ-১.
প্রথমে আমি আমার ড্রইং এর সকল উপকরণগুলো নিয়ে নিলাম এরপর আর্ট বোর্ডের উপর টেপ দিয়ে ড্রইং পেপারটা লাগিয়ে নিলাম।।
ধাপ-২.
এরপর পেপারের বাম দিকে কোণাকুণি ভাবে কমলা কালারের একটা শেড দিয়ে নিলাম।
ধাপ-৩.
এবার ডান দিকে কোণাকুণি ভাবে সবুজ কালারের একটা শেড দিয়ে দিলাম।
ধাপ-৪.
এবার মাঝ খানের ফাকা জায়গায় সাদা কালার ব্যবহার করে কালার করা শেষ করলাম। খেয়াল করতে হবে কোথাও যেন ফাঁকা জায়গা না থাকে।
ধাপ-৫.
এবার একটা ২ বি পেন্সিলের সাহায্যে কাছের ডালপালা এবং পাখির খাঁচা, পাখি অংকন করে নিলাম।
ধাপ-৬.
এরপর কয়েকটা ধাপে ৬ বি পেন্সিল ব্যবহার করে কালো করে গাঢ় করে দিলাম। চিত্রে দেখানো নিয়মানুযায়ী।
ধাপ-৭.
এবার নিচের দিকে কাটা তারের লাইন তৈরি করে দিলাম। যাতে দেখতে সুন্দর লাগে।।
এভাবেই আমি আমার আজকের ড্রইংটা শেষ করলাম।।আশা করি আপনারা সবাই আমার দেখানো ধাপগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ।
https://x.com/DrawingBd1/status/1868823844875911449?t=QtupQapUyWBUG8ysShPkNw&s=19
আরট তেমিন পারি না, তবে আপনার আজকের প্রতিটি ধাপ।দেখে অনুপ্রাণিত হলাম, খুব সুন্দর একেছেন।
ধন্যবাদ।