DIY. ( গাঁদা ফুল গাছের ঝোপ অংকন।).🏕️🏕️🎋
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন ড্রইং পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা ফুল গাছের ঝার বা তোরার একটা ড্রইং করে দেখাব। চলুন শুরু করি-
উপকরণ- |
---|
১. ড্রইং পেপার। |
২. পেন্সিল ২বি এবং ৬বি। |
৩. বিভিন্ন কালার রঙ। |
ধাপ-১.
প্রথমে আমি ২ বি পেন্সিল দিয়ে ফুলগুলো হালকা করে অংকন করে নিলাম।
ধাপ-২.
এবার হলুদ কলার দিয়ে ফুলের পাপড়িগুলো কালার করে নিলাম।
ধাপ-৩.
এবার সবুজ কালার ব্যবহার করে ফুলের গোড়ার অংশটা কালার করে নিলাম।
ধাপ-৪.
এবার ৬বি পেন্সিল দিয়ে ফুলের দাগগুলো গাঢ় করে দিলাম।
ধাপ-৫.
এবার শুধু রঙ ব্যবহার করে, সকল ফুলের গাছের অংশটা অংকন করে নিলাম চিত্রের মতো।
ধাপ-৬.
এবার কয়েকটা ধাপে সকল গাছগুলোতে পাতাগুলো অংকন করে নিলাম। পাতাগুলো চিকন চিকন করে দেওয়ার চেষ্টটা করেছি।
আর এভাবেই আমি আমার আজকের ড্রইটা শেষ করলাম। এটাতে আমি বেশির ভাগ কাজ রঙ সরাসরি ব্যবহার করেই করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোন পোষ্ট নিয়ে।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোষ্টটা দেখার জন্য, এবং আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য।
https://x.com/DrawingBd1/status/1871240987953238071?t=2CgLt1Cg2vuA-x-A1zHCqQ&s=19
Amazing Artwork.. Wish you good Luck...
Thank you.