খুব সুন্দর একটি ধন্দুল ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity6 days ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলে আসছে। এর আগেও আমি অনেকবার আপনাদের মাঝে খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আজকেও আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি ধন্দুল ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আমার কাছে ফুল অনেক ভালো লাগে। আর ফুল পছন্দ করে না এমন মানুষ তো খুবই কম পাওয়া যায়। যেকোনো ফুলই আমার কাছে অনেক ভালো লাগে। ফুলের মধ্যে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে গোলাপ ফুল আর বিভিন্ন ধরনের বন্য ফুলগুলো। বনফুল গুলো দেখতে ভীষণ সুন্দর হয়ে থাকে। তবে আমরা এই ফুলগুলোর নাম তেমন একটা না জানায় এই ফুলগুলোকে বন্যফুল বলে থাকি। আর এই ধন্দুল ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এ ধন ধন ফুল গুলো হলুদ কালারের হাওয়ায় দেখতে ভীষণ সুন্দর দেখায় । আর এই ফুল গুলোর মত মিষ্টি কুমড়ো ও শশা ফুল গুলো দেখতে প্রায় একই রকমের হয়। আর এই ফুলগুলো একই রকম হওয়ায় আমি বুঝতেই পারি না যে কোনটি কোন ফুল। ফটোগ্রাফি করেছি কিছুদিন আগে আমি হাঁটতে গিয়েছিলাম তখন। এই ফুলটির সাথে আমি আরও বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছে তা আপনাদের মাঝে তা কিছু দিনের মধ্যে শেয়ার করব। আমি আশা করি আজকের এই ফটোগ্রাফিটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000014491.jpg

1000014488.jpg

1000014489.jpg

1000014490.jpg

1000014492.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

আপনি ধুন্দুল সবজি ফুলের ফোটোগ্রাফি দারুন ভাবে তুলে ধরেছেন। আমরা সি সবজিকে তরুল নাম ও বলে থাকি। ধন্যবাদ সুন্দর ফোটোগ্রাফি শেয়ার জন্য।

 3 days ago 

Your skills are evident in every part of this photograph which I like a lot.