নাম না জানা ফুলের ফটোগ্রাফি । 10% to @beautycreativity
গত ১৬ ই ডিসেম্বর আমি বনানীর দিকে একটা নার্সারিতে গিয়েছিলাম কয়েকটা গাছ কেনার উদ্দেশ্যে। সেখানে গিয়েই আমি এই গাছের দেখা পাই। এই গাছটির লাল রঙের ফুল ও কিছুটা বেগুনি রঙের পাতা আমার নজর কেড়ে নেয়।
আজকে সেই গাছের ফোটোগ্রাফিই আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। এই গাছটির নাম আমি নার্সারির লোকজনের কাছে জিজ্ঞেস করে জানতে পারলেও এখন আমার মনে নেই। গাছটির নাম আপনাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন।
Camera | iPhone 14 |
---|---|
Photographer | @sayeedasultana |
Location | Dhaka,Bangladesh |
https://x.com/sayeedasul40871/status/1869416262784422040?s=46