শেষ বারের মতো মেশিনে ধান কাটার অপূর্ব দৃশ্য উপভোগ
হ্যালো বন্ধুরা কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বর্ধমানে মেশিন দিয়ে ধান কাটার কিছু অপূর্ব দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করবো। বর্ধমানে এতটাই ধান উৎপাদন হয় যে বর্ধমানকে ধানের গোলা বলা হয়। প্রচুর ধান কাটার ফলে সমস্ত ধান হাতে কাটা সম্ভব না থাকার দরুন অধিকাংশ ধান মেশিনে কাটা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয় নি।
বর্ধমানে আমার পরিবার নিয়ে ৬ বছর বসবাস করলাম। অনেক দুঃখ কষ্টের ভালো মন্দ নিয়ে দিন কেটে গেছে। তবে নতুন ইংরেজি বছরে চেনা জায়গা অসংখ্য চেনা মানুষজনের মধ্যে বেঁচে থাকার মনের শান্তি অফুরন্ত সেটা ভাষায় প্রকাশ করা অর্থহীন।আগামী বছর থেকে বারাসাতে পার্মানেন্ট বসবাস শুরু করবো আমার পরিবার নিয়ে। বছর শেষ বারের মতো উপভোগ করলাম আমার বাড়ির পাশে যখন মেশিনে ধান কাটছিলো। মেশিনে ধান কাটলে এক বারে ধান মাড়াই ঝাড়াই হয়ে যায়। গাড়িতে ধান কেটে তারপর সেই ধান বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর একটা গাড়িতে ধান গুলো দেওয়া। ধান কাটার সময় একদল ধান কুড়ানি ধান সংগ্রহ করা সব মিলিয়ে সত্যি গ্রামের ধান কাটার দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে। আপনারা সবাই উপভোগ করেন।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
Regards @simaroy







Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
https://x.com/simaroy100/status/1994215531331654122?s=20