এক নদীমাতৃক সভ্যতা পার্ট -৩
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে এক নদী মাতৃক সভ্যতা পার্ট ৩ শেয়ার করতে চলেছি। আশা করি সবাই খুব উপভোগ করবেন। আমিও অনেক উপভোগ করেছিলাম।
বিভিন্ন ধরণের চারুশিল্পের সরঞ্জাম পাওয়া যাই।একজন মেয়ে দোকানের সরঞ্জাম গুলি দেখাচ্ছিল।একজন মূর্তি হাতে করে দাঁড়িয়ে আছে সে দেখাচ্ছে চারুশিল্পের সরঞ্জামগুলি।
একজন চালের দোকানদার চাল বিক্রি করছে। একজন ক্রেতা এসে চালের দাম জিজ্ঞাসা করছে এমন মুহূর্ত দেখতেও অপূর্ব লাগে।
একজন কাপড় বিক্রয় করছে নানাবিধ সাজে সজ্জিত কাপড় দেখাচ্ছে ক্রেতাকে। এই সকল কিছু ইতিহাসের শুরু থেকেই চলে আসছে।
একজন কুমোর মাটি দিয়ে বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকে। সেই জিনিসপত্র গুলি বিক্রি করেই তারা জীবিকা নির্বাহ করে থাকে। অনাদিকাল থেকেই চলে আসছে।
একজন লোক সিঁড়ি বেয়ে নামছে। সিঁড়ির উপরেই পাখি বসে আছে। সত্যিই দৃশ্যটি অতুলনীয়। আশা করি সকল ছবি গুলি সবাই খুব উপভোগ করবেন।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1859043261845041169