পার্ট : ২.এক ঝলক নদীমাতৃক সভ্যতার চালচিত্র
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এক নদীমাতৃক সভ্যতার পার্ট ২ শেয়ার করতে যাচ্ছি। বারাসাতের এই পূজা মন্ডবে ইতিহাসের পুরানো ঐতিহ্য খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি এই ছবিগুলি আমাদের নিত্য দিনের কার্যপ্রণালীর মধ্যে পড়ে এবং আপনারা সবাই অনেক উপভোগ করবেন এই আশা রাখি।
সকালে ওঠেই সকলের চা পান করে দিনের শুরুটা করে থাকে। তেমনি এক চায়ের দোকানের চালচিত্র আমি তুলে ধরছি।এক ব্যক্তি চায়ের দোকান থেকে চা কিনে চা পান করছে এবং চায়ের দোকানদার চা তৈরি করছে। পাশে কিছু ব্যক্তি কথাপকথন করছে। সত্যি আমিও অনেক উপভোগ করেছিলাম।
এক মহিলা সবজির দোকান দিয়ে সবজি বিক্রি করছেন।সবজির দোকানে নানাবিধ সবজির সমারোহে ভরপুর রয়েছে এবং মহিলা দোকানি শাক দারিপাল্লায় মেপে দিচ্ছেন। এই দৃশ্য গুলি আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। কারণ এগুলি আমাদের নিত্য দিনের সঙ্গী।
এক কর্মকার হাতুড়ি পিটিয়ে লোহা ঠিক করছে। আশা করি ছবি গুলি দেখে সবাই অবগত এবং সবাই কামারের এই কাজগুলিকেও উপভোগ করবেন।
এই ছবিটা অপুরূপ প্রকৃতির মোড়ানো রয়েছে। একটা কলা গাছ রয়েছে সেই গাছে কলার কাধি রয়েছে। আশেপাশে অনেক গাছ রয়েছে। সত্যিই প্রকৃতির এই রূপ দেখে মন ভরে যাই।
উপরের প্রতিটি ছবি আমাদের নিত্য দিনের কাজের অংশ বিশেষ। যা আমাদের জীবনের সাথে জড়িত। এই গুলি ইতিহাসে যুগের পর যুগ চলে আসছে। আশা করি আজকের পোস্ট টা সবাই অনেক উপভোগ করবেন।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1856985534545236024
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
অনেক আকর্ষণীয় সভ্যতার সম্পর্কে জানতে পারলাম ।